নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার নতুন ভোটাররা সহজেই ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবেন। ১ ফেব্রুয়ারি থেকে জেলাশাসকের দপ্তরে ই-কিয়স্ক চালু হচ্ছে। পরে প্রতিটি ব্লকের বাংলা সহায়তা কেন্দ্রেও এধরনের কিয়স্ক চালু হবে। এই ই-কিয়স্ক ব্যবস্থার সাহায্যেই ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবেন নতুন ভোটাররা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৫ জানুয়ারি দেশজুড়ে এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগ নতুন ভোটারদের উৎসাহিত করবে বলে দাবি আধিকারিকদের।
কিয়স্কে এসে যে কেউ মোবাইল থেকে খুব সহজেই ই-এপিক ডউনলোড করতে পারবেন। তবে ভোটারদের ফর্ম রেফারেন্স নম্বর বা এপিক নম্বর জানতে হবে। এই ব্যবস্থায় ভোটারদের কার্ড বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা থাকবে না। তাছাড়া অনেক সময় কার্ড হারিয়ে গেলে ভোটাররা চিন্তায় পড়ে যান। তা নতুন করে তৈরি করতে ভোটরদের অনেক কসরত করতে হয়। কিন্তু, এই ব্যবস্থায় কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা বলেন, ই-এপিক ব্যবস্থা চালু হওয়ায় ভোটারদের খুবই সুবিধা হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ই-এপিকের জন্য নির্বাচন কমিশন নির্দিষ্ট পোর্টাল চালু করেছে। তা ডাউনলোড করার পর নিজেকে এপিক সম্পর্কে ভোটারদের অবহিত করতে প্রচারও আধিকারিকরা জোর দিয়েছেন।
আরও পড়ুনঃ ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমো’র
প্রসঙ্গত, এবছর মুর্শিদাবাদ জেলায় এক লক্ষর বেশি ভোটার বেড়েছে। নতুন ভোটারদের তালিকায় নাম তোলার জন্য আধিকারিকরা বিভিন্নভাবে উৎসাহিত করেছিলেন। কন্যাশ্রীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে তাঁদের ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। আধিকারিকরা বলেন, নতুন ভোটারদের অধিকাংশের হাতেই স্মার্টফোন রয়েছে। তাই ই-এপিক ডাউনলোড করতে তাঁদের সমস্যায় পড়তে হবে না। তবে যাঁদের স্মার্টফোন নেই, তাঁদেরও চিন্তা করার কোনও কারণ নেই। যাঁদের স্মার্টফোন নেই, ছাপানো কার্ড হাতে পেয়ে যাবেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584