নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দিনের ব্যস্ত সময় বাদ দিয়ে সারাদিনে এবার মেট্রো যাত্রীদের ই-পাসের কড়াকড়ি তুলে দেওয়া হল। আনলক পর্বের প্রথম দিকে অল্প সংখ্যায় শুরু হলেও ধীরেধীরে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। রাজ্যে লোকাল ট্রেন চালু হওয়ার পর সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছিল।
এরপর গত ৭ ডিসেম্বর থেকে আরও বেড়েছিল মেট্রোর সংখ্যা। সময়সূচিওতেও এসেছিল বদল। সেইসঙ্গে ই পাসের নিয়মেও বদল এনে মহিলা, বয়স্করা ও ১৫ বছরের নীচের বয়সীদের ছাড় দেওয়া হয়েছিল। এবার ই পাসে আরও বদল আনা হল। এবার থেকে অফিস টাইম ছাড়া আর লাগবে না মেট্রোর ই-পাস।
আরও পড়ুনঃ বিখ্যাত ব্যক্তিদের ভুল উচ্চারিত নামের তালিকার শীর্ষে ভিঞ্চি থেকে কমলা হ্যারিস
মেট্রোর তরফে জানানো হয়েছে, এবার থেকে সোমবার থেকে শনিবার নন-পিক আওয়ার অর্থাৎ সকাল সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত মেট্রোতে ই-পাস লাগবে। তারপর থেকে বাকি সময় আর ই-পাস লাগবে না। আবার বিকেল ৫টা থেকে রাত আটটা পর্যন্ত আবার সাধারণ যাত্রীদের জন্য ই-পাস লাগবে।
তারপর আর লাগবে না। এমনকী মেট্রোও চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত। আর রবিবার গোটা দিনেই প্রয়োজন পড়বে না ই-পাসের। যদিও মহিলা, প্রবীণ ও ১৫ বছরের কম বয়সীদের আগেই ই-পাসে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছিল। আগামী ১৪ ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তবে, টোকেন টিকিট এখনই চালু করা হচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584