মকর সংক্রান্তিতে রীতি মেনে পূণ্যস্নান গঙ্গাসাগরে

0
73

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

করোনা আবহে মকরসংক্রান্তির পূণ্যস্নান করতে পূণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গেল সাগরসঙ্গমে।

e snan | newsfront.co
ই- স্নান ৷ নিজস্ব চিত্র
punya snan | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই ভিন্ রাজ্যের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা রীতি মেনেই ভোর থেকে সাগরে ডুব দিয়ে পূণ্য অর্জনের পাশাপাশি নিজস্বী নিতে ভুলছেন না।

ganga puja | newsfront.co
নিজস্ব চিত্র
ganga sagar mela | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে করোনা আবহে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জলপথে কড়া নজরদারি চালাচ্ছে কোষ্ট গার্ড,এন ডি আর এফ, ওয়াটার উইংস সহ মোট ৫ টি নিরাপত্তা সংস্থা।

river | newsfront.co
নিজস্ব চিত্র
ganga snan | newsfront.co
নিজস্ব চিত্র

সমুদ্রতটে আড়াই হাজার পুলিশ কর্মী নিরাপত্তা রক্ষী,স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছে পরিষেবা প্রদানের জন্য।পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী করোনা আবহেই স্নানের উপর জোর দেওয়া হয়েছে এবছর।

pragati | newsfront.co
প্রগতি মহেশ্বরী, ভিন রাজ্যের পূণ্যার্থী ৷ নিজস্ব চিত্র

এদিন পূণ্যার্থীদের সাথে সাথে ই-স্নান করেন মন্ত্রী সুজিত বসু ও সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। মন্ত্রী সুজিত বসু বলেন, করোনা আবহে পূণ্যার্থীরা সাগরে নেমে স্নানের থেকে অধিকাংশ ই-স্নান করছেন।

আরও পড়ুনঃ কোলাঘাটের রূপনারায়ণ নদীতে মকর সংক্রান্তির পূণ্যস্নান

অবশ্য ভিন্ রাজ্য থেকে আসা পূণ্যার্থীরা গঙ্গাসাগর মেলার আয়োজন দেখে ভূয়সী প্রশংসা করেন রাজ্য সরকারের। পাশাপাশি করোনা মুক্ত বিশ্বের প্রার্থনা করে মকরসংক্রান্তির পূণ্যস্নানে সামিল হয় লাখো পূণ্যার্থী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here