ই টিচিং চালু পশ্চিম মেদিনীপুরের বেসরকারি স্কুলে

0
49

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লকডাউন পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সুবিধার কথা ভেবে ই টিচিং ব্যবস্থা চালু করা হয়েছে সি বি এস সি বোর্ড অনুমোদিত মেদিনীপুরের ডি এ ভি পাবলিক স্কুলে। গত ২৫শে মার্চ থেকে এই ই টিচিং ক্লাস শুরু হয়। স্ন্যাপ হোম ওয়ার্ক আ্যপ- এর মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের যোগাযোগ আগে থেকেই ছিল, বিভিন্ন ধরনের নোটিশ ও বাড়ির কাজ দেওয়া হতো এই অ্যাপের সাহায্যে।

school |newsfront.co
নিজস্ব চিত্র

বর্তমানে এই অ্যাপসের মাধ্যমে নতুন ক্লাসের সিলেবাস ও সব বিষয়ের পড়া পাঠাচ্ছেন এবারে শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া জুম আ্যপসের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে ছাত্র ছাত্রীদের পড়ানো হচ্ছে। নতুন বই গুলো স্কুলেরওয়েবসাইটে পি ডি এফ করে লোড করা হচ্ছে। বিদ্যালয়ের অধ্যক্ষ বনমালী বিশওয়াল জানান এই পুরো ব্যবস্থাটা স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করে করা হয়েছে‌।এই বিদ্যালয়ের অনেক শিক্ষক আছেন যারা মেদিনীপুরের বাইরে আছেন,লকডাউনে সবাই নিজের কাজের মধ্যে থেকে যেমন কাটাতে পারছেন, পাশাপাশি ছাত্র ছাত্রীদের উপকার হচ্ছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দানের পর এবার দুঃস্থদের পাশে গৌতম

অভিভাবক -অভিভাবিকাদের পক্ষ থেকে ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা চান বর্তমান পরিস্থিতিতে এই ব্যবস্থায় নিয়মিত পড়াশোনা চলুক। আগামী দিনে এই ই টিচিং নিয়ে কীভাবে আরো ভালো করা যায় সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা প্রতিনিয়ত চেষ্টা করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here