শুরু হতে চলছে আর্থ আওয়ার, আলো নিভিয়ে পৃথিবীর সাথে সংযোগ এক ঘন্টার জন্য

0
122

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

earth hour connect to earthজানেন কী আজ সারা পৃথিবী জুড়ে ১ ঘণ্টার জন্য আলো বন্ধ রাখতে হবে ? কিন্তু কেন ? তবে শুনে নিই কী আসল রহস্য।আজ বিশ্বব্যাপী আর্থ আওয়ার পালিত হবে।
এই আর্থ আওয়ারের সূচনা হয়েছিল ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে।লাইট বন্ধ করে এই আর্থ আওয়ার পালন করা হয়।পৃথিবীর ১৭৮ টি দেশে প্রায় ৭০০০ টিরও বেশি শহরে ও শহরতলীতে এই আর্থ আওয়ার পালিত হয়।

earth hour connect to earthউল্লেখ্য,এই আর্থ আওয়ারের মূল উদ্দেশ্য হল পরিবেশ সচেতনতা বোধ গড়ে তোলা।বিশ্বব্যাপী মানুষকে আগামী প্রজন্মের জন্য এই বিশ্বকে সুস্থ রাখার সংকল্প গড়ার লক্ষ্যে এক ঘন্টার জন্য আলো বন্ধ করে এই আর্থ আওয়ার পালন করা হয়।মূলত শক্তি সঞ্চয় করে ও অপচয় রোধ করে পৃথিবীর মানুষের মধ্যে সচেতনতার প্রসার ঘটাতে এই অভিনব উদ্যোগে সামিল হয়েছিল কিছু মানুষ।তাই আজ শনিবার সারা পৃথিবীর সাথে শামিল হয়ে রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এই ১ঘন্টা সময় আলো বন্ধ রেখে আর্থ আওয়ারে শামিল হতে পারেন আপনিও।
earth hour connect to earthপৃথিবীব্যাপী নামকরা শহর গুলোতে যে নামকরা স্মৃতিসৌধ ও স্থাপত্য ভবন রয়েছে সেগুলোতে ভালো বন্ধের মাধ্যমে এই আর্থ আওয়ার পালন করা হয়। নিদর্শন স্বরূপ বলা যায় আলো বন্ধের মাধ্যমে দিনটি পালন করতে পৃথিবীর নামজাদা স্থানগুলিতে যেমন সিডনি অপেরা হাউস, এম্পায়ার স্টেট বিল্ডিং, আইফেল টাওয়ার,কার্ন্যাবি স্ট্রিট,বাকিংহাম প্যালেস এবং এডিনবার্গ কাসল প্রভৃতি স্থানে নির্দিষ্ট ১ ঘণ্টার জন্য আলো বন্ধ থাকে।উদ্দেশ্য পৃথিবীব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি।

আরও পড়ুনঃ ‘ম্যান মেড ফ্লাড’- মুখ্যমন্ত্রী

গোটা পৃথিবী জুড়ে বহু মানুষ এই উদ্যোগে সমর্থন জানিয়ে এদিনটি আগামী পৃথিবী গড়ার সংকল্পে সচেতনতার লক্ষ্যে পালন করে আসছে।অনলাইনে #Connect2Earth লিখে আপনার শক্তি সংরক্ষণের গল্প গোটা পৃথিবীর সাথে ভাগ করে নিতে পারেন আপনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here