গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
ময়নাগুড়ি শহরে জর্দা নদীতে পূর্ত দপ্তরের উদ্যোগে কাজ চলছিল। মঙ্গলবার সকালে কাজ চলার সময় নদীতে উল্টে পড়ল একটি আর্থমুভার। যদিও চালক অল্পের জন্য রক্ষা পেয়ে যান। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার উদ্যোগে আর্থমুভারটিকে নদী থেকে টেনে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গিয়েছে, গত কয়েক দিন আগে শহরের জোড়া জর্দা সেতুর নীচে জমে থাকা শক্ত মাটি খুঁড়ে দেওয়ার কাজ শুরু হয়। সেতুর খুঁটির গোড়ায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সেখানেই কাত হয়ে পড়েছে আর্থমুভারটি।পূর্ত দপ্তরের জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, ‘সকালে কাজ শুরু করার পর এই বিভ্রান্তি ঘটে। আর্থমুভারটিকে নদী থেকে টেনে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কেশিয়াড়িতে বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
জোড়া জর্দা সেতুটির গোড়ায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পাশেই শক্ত মাটি জমা হয়ে আছে। কলকাতা থেকে বিশেষজ্ঞরা এসে পরিদর্শন করেন।বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মাটি কেটে দেওয়ার কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে।’ আর্থমুভারটির চালক জানান, গভীর গর্তের পাশে হঠাৎ আর্থমুভারটি উল্টে যায়।
সেখান থেকে তিনি কোনওমতে নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। তবে চালক ঘটনায় রীতিমতো ঘাবড়ে গিয়েছেন। এরপর আরও দুটি আর্থমুভার নিয়ে এসে উল্টে পড়া আর্থমুভারটিকে টেনে তোলার কাজ শুরু করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584