ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
রবিবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের রাজকোট জেলা। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫ ম্যাগনিটিউড।
জানা গিয়েছে, এ দিনের কম্পনের উৎসস্থল গুজরাতের কচ্ছ জেলায়, রাজকোট শহরের ১২২ কিমি উত্তর-পশ্চিমে ভূস্তর থেকে প্রায় ১০ কিমি গভীরে। ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:সুশান্তের অকাল মৃত্যুতে শোকবার্তা মোদী-মমতার
প্রসঙ্গত, গত তিন মাসে দিল্লির জাতীয় রাজধানী এলাকায় প্রায় ১২টি মৃদু শক্তির ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে জানা গিয়েছে, উপকেন্দ্র রাজকোট ছাড়াও কম্পন অনুভূত হয় কচ্ছ, সৌরাষ্ট্র এবং আমদাবাদেও। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে চিহ্নিত করেছে এনসিএস। ঘটনার জেরে বিরাট এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন দ্রুত রাস্তায় বেরিয়ে আসে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584