নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফের ভূমিকম্পে কাঁপল নেপাল। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জানিয়েছে, বুধবার ভোর ৫ টা ৪ মিনিটে নেপালে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।
রাজধানী কাঠুমান্ডুর ৪৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। যদিও নেপালের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভোর ৫ টা ১৯ মিনিট নাগাদ সিন্ধুপালচক জেলার রামচেতে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৬।
আরও পড়ুনঃ ট্যাক্সের হার চড়া, ভারতের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা স্থগিত টয়োটা মোটর্সের
নেপালের এই কম্পনের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কম্পন অনুভূত হয়েছে। তবে কম্পনের তীব্রতা বেশি ছিল না। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ২০১৫ সালে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল, তার রেশ হিসেবেই এবার কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ লক্ষ্য সুস্থতা! কোভিড রোগীদের খাবারের পরিমাণ, মূল্য বাড়িয়ে ফের নোটিশ স্বাস্থ্যভবনের
নেপালের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ কেন্দ্রের প্রধান ভূমিকম্পবিদ লোকবিজয় অধিকারী বলেন, ‘২০১৫ সালের ভূমিকম্পের আফটার শক এটি।’ যে ভূমিকম্পে প্রায় ১০,০০০ জনের মৃত্যু হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584