ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
শনিবার আচমকা ভয়াবহ ভূমিকম্প হাইতি-র পশ্চিম অংশে। মাত্র কয়েক মিনিটের ভূকম্পনে ধ্বংসস্তূপে পরিণত হয় হাইতির একাধিক অঞ্চল। তীব্র ভূমিকম্পের ফলে কোথাও উধাও হয়ে গিয়েছে রাস্তা, কোথাও আবার রাস্তার দুপাশের বাড়িগুলি ধুলোয় মিশে গিয়েছে। এখনও পর্যন্ত মেলেনি সঠিক পরিসংখ্যান তবে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
হাইতি-র সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় শনিবার সকালে আচমকা তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের পশ্চিমাংশ। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গিয়েছে একাধিক এলাকা।
Images of damage in #Haiti from a 7.2 magnitude earthquake, this morning. I cannot independently verify the image, which is being widely circulated on social media. pic.twitter.com/BjG9CB1xs0
— 268Weather (@268Weather) August 14, 2021
মার্কিন জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী পোর্ত-অউ-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। শুধু হাইতির পশ্চিম অংশই নয় প্রতিবেশী দেশগুলিতেও দীর্ঘ সময় ধরে অনুভূত হয়েছে আফটার শক।
It seems that #Haiti has suffered major damage from this morning’s earthquake. Our hearts go out to the Haitian people w/sympathy & solidarity as they endure the aftermath of this tragic event.The international community must assist as quickly & generously as possible #HelpHaiti pic.twitter.com/27DpvPSL6x
— Mark Golding (@MarkJGolding) August 14, 2021
হাইতি সরকার সূত্রে জানা গিয়েছে এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কত মানুষের প্রাণহানি হয়েছে তার সঠিক হিসেব রাত পর্যন্ত পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাইতির নাগরিক নিরাপত্তা বিভাগের প্রধান জেরি চ্যান্ডলার জানিয়েছেন, “প্রাণহানি যে ঘটেছে, সে ব্যাপারে আমরা নিশ্চিত। তবে এখনও পর্যন্ত জানা যায়নি সঠিক সংখ্যা, সেই তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছি আমরা।”
L’hôpital général aux Cayes est débordé. Beaucoup de blessés. Beaucoup de maisons se sont effondrées aux Cayes. Dont un hôtel.
📷 Jose Flécher
Bilan partiel #Haiti #earthquake 14-08-21 pic.twitter.com/pze11oojI8— Frantz Duval (@Frantzduval) August 14, 2021
২০১০ সালে যে ভয়াবহ ভূমিকম্প হয় হাইতিতে, তার প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি সে দেশের বাসিন্দারা। রিখটার স্কেলে সে ভুমিকম্পের তীব্রতা ছিল ৭ মাত্রার । অন্তত ২.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। ধসে গিয়েছিল দেশের অর্থনীতি। সে বার ৫০ লক্ষ ডলার দিয়ে হাইতিকে সহায়তা করে ভারত।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় নীতির তুমুল সমালোচনায় টুইট সুব্রমনিয়ম স্বামীর, লিখলেন মোদি দেশের রাজা নন
যদিও উত্তর অতলান্তিক লাগোয়া হাইতি ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত। শুধু ভুমিকম্পই নয় এটি একটি বন্যা প্রবন অঞ্চলও। ২০০২, ২০০৩, ২০০৬ এবং ২০০৭ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে বহু মানুষের মৃত্যু হয় হাইতিতে। অর্থনৈতিক বিচারে হাইতি একটি দরিদ্র দেশ, রাষ্ট্রপুঞ্জ-সহ বহু দেশ বিভিন্ন সময় বিপুল অনুদান দিলেও, পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি এখনো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584