বুধবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো রাজস্থান, লাদাখ, মেঘালয়

0
54

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

বুধবার ভোরবেলা হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজস্থানে। ভূমিকম্পে কাঁপতে থাকে বাড়িঘর। বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভোরবেলা রাজস্থানের বিকানিরে অনুভুত হলো ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৩। জানা গিয়েছে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় অঞ্চলে ও লাদাখেও অনুভূত হয়েছে ভূমিকম্প।

Earthquake | newsfront.co
প্রতীকী চিত্র

এই ভূমিকম্পের ঘটনা নিশ্চিত করে এদিন একটি টুইট করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ওই টুইটে জানা যায়,এ দিন ভোর ৫টা ২৪ মিনিট নাগাদ রাজস্থানে যে ভূমিকম্প অনুভূত হয় তার উৎস ছিল বিকানিরের ৩৪৩ কিমি উত্তর-পশ্চিমে।

ভূপৃষ্ঠ থেকে ১১০ কিমি গভীরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে হতাহতের কোন খবর পাওয়া যায়নি তবে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বামপন্থী সন্ত্রাসবাদকে উস্কানি দেয়, ব্যান করা হোক ভারতেঃ অসম মুখ্যমন্ত্রী

মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় অঞ্চলে যে ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে তার তীব্রতা ৪.১। রাত ২টো ১০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এক্ষেত্রেও কোন ক্ষয়ক্ষতি হয়নি।

একই দিনে অর্থাৎ বুধবার ভোর ৪:৫৭ মিনিট নাগাদ লাদাখেও ভূমিকম্প অনুভূত হয়। লেহ থেকে ১৯ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎস ছিল বলে জানা গিয়েছে। রিখটার স্কেল অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here