মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
একেই করোনা নিয়ে চিন্তিত গোটা দেশ। এরমধ্যেই শুক্রবার সকাল ১১টা ২৮মিনিটে দিল্লিতে ২.২ মাত্রার একটি নিম্ন-তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজির তথ্য অনুযায়ী, শুক্রবার নয়া দিল্লির ১৩ কিমি উত্তর-পশ্চিমে হওয়া ভূমিকম্পের তীব্রতা অনেক কম ছিল।
এদিন দিল্লির পিটমপুরা এলাকায় হালকা কম্পন অনুভূত হয়। আজকের ভূমিকম্পটি রিখটার স্কেলে ২.২ মাত্রার ছিল। এটি দিল্লির পিতমপুরা অঞ্চলে রেকর্ডও করা হয়। তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে রাজধানী।
আরও পড়ুনঃ বিজয়কে ভারতে ফেরাতে আইনী বাধা মুক্তি
মাসের শুরুতে, উত্তর-পূর্ব দিল্লির উজিরপুরের কাছে একটি মাঝারি-তীব্র ভূমিকম্প দিল্লিতে আঘাত করেছিল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৪ মাত্রার। পাঁচটি সিজমিক জোনগুলির মধ্যে দিল্লি চতুর্থ জোনের মধ্যে পরে। দিল্লির আশেপাশের অঞ্চলটি ভূমিকম্পমূলক যাবতীয় তথ্য এবং আলওয়ার, হিসার, সোনপাট, আজমিরের মতো দিল্লির নিকটবর্তী শহরগুলি অতীতে ভূমিকম্পের তথ্য রেকর্ড করে রেখেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584