কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
হার কোনমতেই পিছু ছাড়ছেন না ইস্টবেঙ্গলের। আইএসএল লীগে মুম্বাই সিটি এফসির কাছে ১-০গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল। মঙ্গলবার গোয়ার ফতরদার পন্ডিত জহরলাল নেহেরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতবারের লীগ চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির কাছে হেরে লীগ তালিকায় সর্বশেষ স্থানে রইল। এদিন প্রথম থেকে অনেকটা আক্রমনাত্মক ফুটবল খেললেও ম্যাচের শুরুতে সেমবাই হোয়্কিপ ও মহেশ সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের ৪৩ মিনিটে ইস্টবেঙ্গলের স্যতার দূরপাল্লার শর্ট বার পোস্ট এর উপর দিয়ে বেরিয়ে যায়়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মুম্বাই সিটি এফসির প্রতি আক্রমনে বিপিন সিংয়ের গোলে এগিয়ে যায়।
ম্যাচের ৫১ মিনিটের মাথায় ব্রাড ইনমান গোল বক্সে লক্ষ্য করে থ্রু বল বিপিন সিংহ জোরালো শর্ট এ মুম্বাই সিটি এফসিকে এগিয়ে দেন। গোল খেয়ে ইস্টবেঙ্গল দল আর আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে কিন্তু তাদের দুর্বল আক্রমণভাগে খেলোয়াড়দের কারণ এর সমস্ত আক্রমণ ব্যর্থ হয়। পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যে ফ্রি কিক থেকে পর্চের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
📸 from a dogged first half.#MCFCSCEB #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/4pNtedPqte
— SC East Bengal (@sc_eastbengal) February 22, 2022
যদিও এই দিন বিপক্ষে গোল লক্ষ্য করে অনেকগুলো সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে এদিনই ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের রাজু গাইকোয়াড বিপক্ষে বক্সের ছয় গজের মধ্যে ব্যাক ভলি মুম্বাই সিটি এফসির গোলকিপার নওয়াজ অসাধারণ দক্ষতায় আটকে দেয়।
Important 3 points in the bag tonight. Our fight for a play-off spot continues 💪#MCFCSCEB #MumbaiCity #AamchiCity 🔵 pic.twitter.com/aruv7fwQCv
— Mumbai City FC (@MumbaiCityFC) February 22, 2022
আরও পড়ুনঃ রেকর্ড দামে বিক্রি সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড! সোয়া আট কোটিতে দলে টেনেছে মুম্বাই
তবে আশ্চর্যের বিষয় এদিনের মাচে দলের সেরা খেলোয়াড় পেরসেভিচকে প্রথম একাদশে রাখেনি ইস্টবেঙ্গল। ১৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় এবং লিগ তালিকায় শেষ স্থান ধরে রাখল ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা মুম্বাই সিটি এফসির বিপিন সিং। বিপিন সিং এদিনের গোল নিয়ে মোট ছয়টি গোল করে ভারতের মধ্যে গোল তালিকায় দ্বিতীয় স্থানে রইলেন, লিস্টন কোলাসো প্রথম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584