একশো দিনের কাজে জাতীয়স্থরে পুরস্কারপ্রাপ্ত পূর্ব বর্ধমানে এবার লক্ষ্যমাত্রা পূরণে সংশয়

0
32

সুদীপ পাল, বর্ধমানঃ

২০১৭-১৮ অর্থবছরের সারাদেশের দশটি জেলার মধ্যে একশো দিনের কাজের প্রকল্পে জাতীয় স্তরে পুরস্কার পেয়েছিল পূর্ব বর্ধমান জেলা।

কিন্তু চলতি বছরে একশো দিনের কাজের টার্গেট পূরণের সংশয় তৈরি হয়েছে। প্রকল্পের বেহাল দশা ফেরাতে জেলা প্রশাসন একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে।

Mahatma Gandhi National Rural Employment scheme | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু কেন এই সমস্যা হল? জানা যাচ্ছে, বেসরকারি পুকুর খনন সহ এই প্রকল্পে বহু কাজ বন্ধ করে দেওয়ায় সমস্যার তৈরি হয়েছে। তাছাড়া অনিয়ম রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন এবং সম্পদ সৃষ্টির ওপর বিশেষ জোর দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তাতেও ফল খারাপের দিকেই।

আরও পড়ুনঃ পূর্ব বর্ধমানে বিধায়কদের সিএএ-র বিরোধী অবস্থান বিক্ষোভ কর্মসূচি

৩১ মার্চের মধ্যে কর্মদিবস বৃদ্ধির জন্য নির্দেশ দেওয়া হলেও দেখা হচ্ছিল প্রত্যেক জবকার্ডধারী যাতে কাজ পান। একই সাথে সঠিক তথ্য তুলে ধরা এবং নিষ্ক্রিয়দের চিহ্নিত করে নতুন পদক্ষেপ কি নেওয়া যায় তা নিয়ে প্রশাসন চিন্তা-ভাবনা শুরু করেছে।

গত বছর তিন কোটি ৪২ লাখ কর্মদিবস হয়েছিল। এবছর ৯ মাসে ৭৭ লাখ কর্মদিবস হয়েছে। সুতরাং আগামী তিন মাসের মধ্যে লক্ষ্যমাত্রা কিভাবে পূরণ হবে তা নিয়ে সংশয় রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here