ইস্টবেঙ্গল কর্তারা চুক্তিপত্রে সই না করলে সিমেন্টস কর্তাদের বিদায় আসন্ন

0
57

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

কোয়েসের পুনরাবৃত্তি। গত বিনিয়োগ সংস্থার মত এবার শ্রী সিমেন্টসের সঙ্গে ও ঝামেলা ইস্টবেঙ্গল কর্তাদের। সিমেন্টস কর্তারা চুক্তি পত্র পাঠান সেই চুক্তিপত্রে ক্লাব সই না করলে নতুন মরসুমে আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে না এই বিনিয়োগকারী সংস্থা।” আইএসএলে এখন দল খেলছে, তাই ক্লাব বনাম বিনিয়োগকারীর দুই মেরুতে অবস্থান সামনে নিয়ে কোনো ঝামেলা করা হচ্ছে না। তবে সিমেন্টস কর্তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন।

Eastbengal club | newsfront.co

ক্লাব প্রশাসনের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। কিন্তু বিনিয়োগকারী সংস্থা বাঙ্গুর গোষ্ঠীর পাঠানো চুক্তিতে সই করার উদ্যোগ নেই ক্লাবের তরফে। ইতিমধ্যে চুক্তিপত্র কয়েকমাস আগেই পাঠানো হয়েছিল। তাতে স্বাক্ষর করেনি ক্লাব কর্তারা। তবে বিনিয়োগকারী সংস্থা আর ধৈর্য ধরতে রাজি নয়।

বাঙ্গুর গোষ্ঠীর এক কর্তার কথায়, ” আমরা একটা পরিকল্পনা নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বেধেছিলাম। দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার পরিকল্পনা ছিল। কিন্তু তার বাস্তবায়ণ বোধ হয় সম্ভব নয়। তাই চলতি আইএসএলের পরে আমরাও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন বল ক্লাবের কোর্টে। ওরা যদি সই না করে তাহলে আর এই ক্লাবে কাজ করা সম্ভব নয়।”

শুধু তাই নয় ক্লাব বনাম বিনিয়োগ সংস্থার টানাপোড়েনের প্রভাব সাজঘরের অন্দরে অল্প হলেও পড়তে শুরু করেছে।

আরও পড়ুনঃ হারেও দলের জয়ে গর্বিত ফাউলার

তাঁর কথায়,” ফুটবলাররাও তাঁদের ভবিষতের কথা জানতে চায় কারণ এখন সবাই দীর্ঘ মেয়াদি চুক্তি করতে চায়। তাই আমরা মরসুম শেষে ফুটবলারদের সব জানিয়ে দেবো। অনেক আশা নিয়ে ইস্টবেঙ্গল জার্সিকে আমরা ভালোবেসে এসেছিলাম অনেক কাজ করতে চেয়েছিলাম আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার ইচ্ছে ছিল। যা টাকা খরচ করেছি তাতে বিদেশে যে কোনো জায়গায় দল কিনতে পারতাম। ক্লাব যদি এখনও বোঝে তো ভালো সময় আছে এখনও।”

আরও পড়ুনঃ অ্যাথলিটদের টিকা দিয়ে এই বছরই হবে অলিম্পিক

ক্লাবকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো ইস্টবেঙ্গল কর্তা এই বিষয়ে মূখ খুলতে চাননি। ক্লাব কর্তারা এখনও তাঁদের দাগ ফোঁটাতে নিজেদের অধিকারের বিষয় বুঝে নিতে চাইছে। এবছর আইএসএলে খেলা ইস্টবেঙ্গল ক্লাবের সম্ভব ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে নতুন ইনভেস্টর সিমেন্টস আসেও এবার ইস্টবেঙ্গল আইএসএলে অংশ নেয়। কিন্তু লাল হলুদ কর্তারা নিজেদের অধিকার ছাড়তে চাইছেন না কর্তৃত্ব করতে চলেছেন ফলে ইনভেস্টরদের সঙ্গে ফের বিরোধ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here