অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
তোলপাড় ভারতীয় তথা বাংলার ফুটবল। সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচাৰ্যরা একহাত নেন ব্রিটিশ কোচকে। মুম্বই এফসির বিরুদ্ধে হারের পর ভারতীয় ফুটবলারদের কাঠগড়ায় তুলে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। যা নিয়ে তীব্র সমালোচিত হন লিভারপুল লেজেন্ড। নর্থ ইস্টের বিরুদ্ধে নতুন যুদ্ধে নামার আগে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ব্রিটিশ কোচ।
ইস্টবেঙ্গল কোচের কথায়, “কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। এই দলে একঝাঁক ভালোমানের ভারতীয় প্লেয়ার রয়েছে, তবে ম্যাচটাকে আরও ভালো করে বুঝতে হবে তাদের। আমাদের একটা নির্দিষ্ট ফুটবল দর্শন রয়েছে এবং আমরা প্রত্যেক ফুটবলারদের সেই ফুটবল দর্শনটাই বোঝাতে চেষ্টা করছি।
আরও পড়ুনঃ জিতেও দলের চোট নিয়ে চিন্তায় হাবাস
সোশ্যাল মিডিয়ায় আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। ইস্টবেঙ্গল একটা বিরাট ক্লাব। তাই লাল-হলুদ জার্সিটা গায়ে চাপানো মানে তোমাকে বিরাট দায়িত্বশীল হতে হবে। দেশীয় ফুটবলার হোক কিংবা বিদেশি, সকলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি আমার ফুটবলারদের নিয়ে খুশি। আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের উন্নতি করতে হবে। আমাদের একে অপরের পাশে থাকতে হবে।”
আরও পড়ুনঃ আই লাভ ইউ বলতে শিখিয়েছো শোক গাথায় লিখলেন পেলে
উল্লেখ্য, তিনি মুম্বই ম্যাচহারের পরে বলেছিলেন ভারতীয় ফুটবলারদের দক্ষ ট্রেনিং করার অভাব রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584