অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মঙ্গলবার তিলক ময়দান স্টেডিয়ামে হারের পরে এসসি ইস্টবেঙ্গলের সেরা চারে পৌঁছনোর সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। স্বাভাবিক ভাবেই হতাশ তাদের ব্রিটিশ কোচ রবি ফাউলার।
বেঙ্গালুরু এফসি-র কাছে ০-২ গোলে হারের পর প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে ফাউলার বলেন, “আজ আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই নেমেছিলাম। আমাদের কী করতে হবে, সেটা জানাই ছিল। তবে বেঙ্গালুরুকে কৃতিত্ব দিতেই হবে। কারণ, ওরা আমাদের কাজটা অনেক কঠিন করে দেয় আজ।”
তিলক ময়দান স্টেডিয়ামে এ দিন প্রথম ১৫ মিনিটের মধ্যে ক্লেটন সিলভার গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। বিরতির বাঁশি বাজার ঠিক আগেই পরাগ শ্রীবাসের শট পোস্টে লেগে ফিরে এসসি ইস্টবেঙ্গল গোলকিপার দেবজিৎ মজুমদারের পায়ে লেগে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে একটিও গোল শোধ করার সুযোগ পায়নি কলকাতার দল।
আরও পড়ুনঃ সুনীলদের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের
এদিন জাক মাঘোমা, অ্যান্থনি পিলকিংটনকে ছাড়াই প্রথম এগারো নামায় এসসি ইস্টবেঙ্গল। হয়তো তারই মাশুল দিতে হল তাদের। প্রথম ৪৫ মিনিটেই দু’গোলে পিছিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে তাদের দিশাহারা লাগে। বল পজেশন ও পাসের সংখ্যায় অনেক এগিয়ে থাকলেও সারা ম্যাচে একবারও গোলে শট নিতে দেখা যায়নি তাদের।
আরও পড়ুনঃ বিদায় বেলায় প্রিয় দাদিকে ধন্যবাদ দিন্দার
এই পারফরম্যান্স নিয়ে ফাউলারের ব্যাখ্যা, “দু’গোলে পিছিয়ে যাওয়া মানেই প্রবল চাপে পড়ে যাওয়া। কিছু কৌশল বাস্তবায়িত করার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অনেকেই সুযোগ পেয়েছিল, কিন্তু কেউই সে সুযোগ নিতে পারেনি। কিছুই আমাদের পক্ষে যায়নি আজ। কিন্তু এখন এই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সামনে এগোতে হবে আমাদের।” এই হারের ফলে এসসি ইস্টবেঙ্গল দশ নম্বরেই রয়ে গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584