নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মঙ্গলবার ইস্টবেঙ্গলের সাধারণ সভায় স্পোর্টিং রাইটস হস্তান্তর করা হল ইনভেস্টর শ্রী সিমেন্টসকে। ইনভেস্টর শ্রী সিমেন্টের কাছে ৭৬ শতাংশ ও ক্লাবের হাতে ২৪ শতাংশ শেয়ারের ক্ষেত্রেও সদস্যদের ভোট পেলো, ফলে লকডাউনের সময় ফুটবলারদের যে চুক্তিপত্র পুরোনো কোম্পানির আওতায় ছিল।সেই চুক্তিপত্র স্থানান্তরিত হয়ে নতুন কোম্পানি ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের‘ আওতায়।
এই নতুন কোম্পানির নামেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। তবে কিছু কিছু জায়গায় ক্লাবের সদস্যদের আপত্তি। যেমন আঠেরো নম্বর জায়গায়, লগ্নিকারী সংস্থার গঠনতন্ত্র বা সংবিধান মেনে চলতে হবে ক্লাবকে।
ইনভেস্টর সংস্থার প্রস্তাব, ভবিষ্যতে যদি কোনও বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনও মতপার্থক্য তৈরি হয়। তাহলে কোম্পানির গঠনতন্ত্র বা সংবিধানকেই অগ্রাধিকার দেওয়া হবে। নতুন কোম্পানির দেওয়া প্রস্তাব অনুযায়ী এবার থেকে ক্লাব সদস্যদের যাবতীয় ক্ষমতা, অধিকার নতুন কোম্পানির বোর্ডের হাতে থাকবে।
আরও পড়ুনঃ ফাওলার আনছেন সেলটিক স্ট্রাইকার
ফলে ক্লাবের কার্যকরী কমিটির ভূমিকা অনেকটাই কমে যাবে।সদস্যদের ভোটেই ক্লাবের কর্মসমিতি বা কার্যকরী কমিটি গড়া হত। এক্ষেত্রে সদস্যদের স্বার্থক্ষুণ্ণ হবে বলছেন অনেকেই।
আরও পড়ুনঃ আনোয়ারকে নিজেদের কাজে যুক্ত করতে চায় ফেডারেশন
সদস্যদের থেকে তাঁদের দাবির কথা শুনে ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান, আমার কথা হয়েছে কোনো ভয়ের কারণ নেই ওরা শুধু ফুটবলটা দেখবে। ক্লাব সদস্যদের সব কিছু আমরাই দেখা শোনা করবো।
এদিকে আশিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিককে করা হতে পারে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর। সেই বিষয়ে শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান,’উনার অবদান ও অভিজ্ঞতা অস্বীকার করার উপায় নেই। আমরা চাই উনি থাকুক ক্লাবের সঙ্গে যুক্ত থাকুন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584