অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
রবিবার ফতোরদায় দলকে জয়ে ফিরিয়ে আনার পরে ইস্টবেঙ্গলের সহকারী কোচ টনি গ্রান্ট জানিয়ে দিলেন, এই মরশুমে ভবিষ্যতের জন্য দল গড়ার উদ্দেশ্যেই কাজ করছেন তাঁরা। প্রশংসা করেন দলের দুই নবাগত বাঙালি ফুটবলার সার্থক গলুই ও সৌরভ দাসেরও। অন্যদিকে, এই ম্যাচ থেকে কোনও পয়েন্ট না পেয়ে হতাশ জামশেদপুরের কোচ ওয়েন কোইল।
টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ না দেখা লাল-হলুদ ব্রিগেড এদিন জামশেদপুর এফসি-কে ২-১ গোলে হারিয়ে লিগ টেবলে এক ধাপ উঠে এল। গত ম্যাচে লাল-হলুদ বাহিনীকে যে বেহাল অবস্থায় দেখা গিয়েছিল, তার চেয়ে একেবারে অন্য চেহারায় দেখা যায় তাদের। রীতিমতো আধিপত্য বিস্তার করে এই ম্যাচে লিগের তৃতীয় জয় পায় তারা। শুরুতেই ম্যাটি স্টাইনমানের গোলে এগিয়ে যাওয়ার পর ৬৮ মিনিটে স্টাইনমানেরই সহায়তায় ব্যবধান বাড়ান পিলকিংটন।
আরও পড়ুনঃ ফাউলারকে ছাড়া ফের জয়ের মূল্য দেখলো ইস্টবেঙ্গল
দলের এই উন্নত পারফরম্যান্স নিয়ে রবি ফাউলারের সহকারী গ্রান্ট বলেন, “দলটাকে আমরা ভবিষ্যতের জন্য তৈরি করছি। এই মরশুমে এত ফুটবলারকে আমরা মাঠে নামাচ্ছি কেন, তার অন্যতম কারণ এটাও। আমার এই খেলোয়াড়দের পরখ করে নিচ্ছি, যাতে পরের মরশুমে একটা ভাল দল তৈরি করে নেওয়া যায়।”
আরও পড়ুনঃ মনবীর ও কৃষ্ণর জোড়া ফলায় ছিন্নবিন্ন ওড়িশা
জানুয়ারির দলবদলে এসসি ইস্টবেঙ্গল প্রথমে দুই ডিফেন্ডার অঙ্কিত মুখার্জি ও রাজু গায়কোয়াড়কে নিয়ে আসে। ওঁরা এসে যাওয়ায় দলের রক্ষণ শক্তিশালী ও সঙ্ঘবদ্ধ হয়। সম্প্রতি তারা আর এক ডিফেন্ডার সার্থক গলুই ও মিডফিল্ডার সৌরভ দাসকে নিয়ে আসে। রবিবার দুজনেই তাঁরা মাঠে নামেন ও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখান।
এই দুই বাঙালির প্রশংসা করে গ্রান্ট বলেন, “ওরা দু’জনেই ভাল ফুটবলার। আজ ওদের পেশাদার মানসিকতা নিয়ে খেলতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584