রেফারির ভুল সিদ্ধান্ততে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

0
67

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

প্রথম দুই ম্যাচ থেকে ভালো ফুটবল উপহার। কিন্তু ফল কি হল সেই হারের হ্যাটট্রিক নর্থ ইস্টের কাছে ২-০ গোলে পরাস্ত ইস্টবেঙ্গল। যদিও এদিন টিম লাল হলুদের খারাপ ফুটবলের থেকে রেফারি ডুবিয়ে দিল টিম ফাউলারকে জোড়া পেনাল্টির ন্যায্য দাবি থেকে বঞ্চিত বলবন্তরা।

football player | newsfront.co

তবে শুধুই পেনাল্টি মিসই নয়, একাধিক সুযোগ নষ্ট করল ইস্টবেঙ্গল স্ট্রাইকারদের গোল করার ক্ষমতা নিয়েও উঠল প্রশ্ন এল। ম্যাচের ২০ মিনিটে আশুতোষ মেহতা বক্সের মধ্যেই পরিষ্কার ফাউল করে বসেছিলেন মাঘোমাকে। তবে অবাক করে পেনাল্টির আবেদনে সাড়াই দিলেন না রেফারি। যা দেখে সাইড লাইন থেকেই রাগে ফেটে পড়ে ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার।

আরও পড়ুনঃ মেসিকে নিয়ে বার্সার ঝামেলায় বিব্রত কোমান

পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার ১৩ মিনিট পরেই গোল খায় ইস্টবেঙ্গল সেই দেবজিৎ মজুমদার ও ডিফেন্সের জঘন্য বোঝাপড়া। মেইতেই নিজের অর্ধে পাস বাড়ান। সেই পাস কয়েক জনের পা ঘুরে কেসি এপিয়ার কাছে আসে। তিনি ক্রশ বাড়ালে সেই শট সুরচন্দ্রর পায়ে লেগে নিজেদের গোলেই ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধে পরিবর্তন ঘটান কোচ ফাউলার। বলবন্তকে তুলে নামান বিনীতকে। ৫৯ মিনিটে ফের একবার পেনাল্টি নাকচ হয় ইস্টবেঙ্গলের। নর্থ ইস্ট ডিফেন্ডার গুরজিন্দর কুমার ফাউল করেন মাঘোমাকে। তবে এক্ষেত্রেও পেনাল্টি দেননি আম্পায়ার।

আরও পড়ুনঃ মারাদোনার নামে হবে নাপোলির স্টেডিয়াম

৭৫ মিনিটে ফাউলার লিংডোকে নামিয়ে দেন। তবে সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টে সংযোজিত সময়ে রোচরজেলা গোল করে স্কোরলাইন ২-০ করে দেন। ম্যাচ হেরে হতাশার সুর লাল হলুদ সমর্থকদের একদিকে এটিকে-মোহনবাগান যখন লিগে ফার্স্ট বয় আর তারা লাস্ট বয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here