মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
শীতের মরশুমে রবিবার আইলিগের প্রথম ডার্বিতে টগবগে মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল। চলতি লিগে ইস্টবেঙ্গলের তুলনায় যথেষ্ট ভাল পজিশনে রয়েছে মোহনবাগান।
৭ ম্যাচে ১৪ পয়েন্ট কব্জা করে আপাতত শীর্ষে তারাই। অপরদিকে, অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। ৬ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লাল হলুদ বাহিনী আপাতত ৫ নম্বরে। কিছুদিন আগেই এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মোহনবাগান। আর তাতে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে।
টানা দু-ম্যাচ হেরে ইস্টবেঙ্গল ডার্বিতে খেলতে নামছে। আর মোহনবাগানের বিপক্ষে হারলে আরও তলানিতে পৌঁছে যাবে লাল-হলুদ। তাই ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কোচ আলেয়ান্দ্রো মেনেন্ডেজ পাখির চোখ করছেন ডার্বি-জয়কেই। শেষবার যখন, কলকাতা লিগে দু-দল মুখোমুখি হয়েছিল তখন দু-দলই শূণ্য গোলে ড্র করেছিল। তাই আজ কী হয় তা দেখতে মুখিয়ে থাকবে সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584