ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টকে ফের মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0
40

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

অবশেষে জট কাটল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই শ্রী সিমেন্টের সঙ্গে হাত মেলাল ইস্টবেঙ্গল। ফের আইএসএল-এ খেলবে ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে ইস্টবেঙ্গল কর্তা এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। সেখানেই চুক্তি সংক্রান্ত যাবতীয় জট নিয়ে আলোচনা হয়। এই বৈঠকেই মুখ্যমন্ত্রীর সামনে বসে শ্রী সিমেন্ট শের পক্ষ থেকে জানানো হল, ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যে সমস্যা চলছিল, এতদিন তা কাটানোর চেষ্টা করছিলাম। কিন্তু হয়নি। তবে এবার সেই জট কেটে গিয়েছে এবং এবছর থেকে আইএসএল-এ খেলবে ইস্টবেঙ্গল।

Eastbengal ISL
ছবি: সংগৃহীত

শ্রী সিমেন্টের এই ঘোষণার পরই হাসি ফুটল লাল-হলুদ সদস্য সমর্থকদের মুখে। নবান্ন সভাঘরে বসে বিনিয়োগকারী সংস্থার কর্তারা কথা দিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর কথাতেই রাজি হয়েছেন।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রস্তাব গ্রহণ করার জন্য শ্রী সিমেন্টকে ধন্যবাদ। শেষ মুহূর্তে এই কাজ হয়েছে। অন্য কোনও বিষয়ে আলোচনার সময় এখন নেই। সেগুলি নিয়ে পরে আলোচনা হতে পারে। এখন প্রধান লক্ষ্য হল ইস্টবেঙ্গলের আইএসএল খেলা। বেশি সময় নেই। শ্রী সিমেন্ট রাজি হয়ে গিয়েছে। ফলে ইস্টবেঙ্গলের যে সমস্যা ছিল তা মিটেছে।”

ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থক এবং কর্তাদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বলেছেন, “সব জট কেটে গেছে। আজ বাংলার ফুটবলের জয় হল। এবার খেলা হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান সকলকেই বলছি, সত্যিই তোমাদের নিয়ে আমরা গর্বিত।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here