ইস্টবেঙ্গল শক্তিশালী ফুটবল খেলবে ডার্বিতে, বলছেন ফাউলারের সহকারী

0
59

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এবারের মত আইএসএলে প্লে অফের আশা শেষ ইস্টবেঙ্গলের। তবুও ডার্বি জিতে লাল হলুদ সমর্থকদের ক্ষতে প্রলেপ দিতে চায় ফুটবলাররা। চোখে মুখে জেদ পিলকিংটন, ব্রাইট, এনোবাখারে, ড্যানি ফক্সদের। কোচ রবি ফাউলার শাস্তির কারণে আগামীকাল ডাগ আউটে থাকবেন না। ফলে ডেপুটি টনি গ্রান্ট দায়িত্বে।

Tony Grant | newsfront.co

শক্তিশালী মোহনবাগানকে হারিয়ে হিরো হওয়ার সুযোগ ফাউলারের সহকারীর কাছে তিনি ডার্বিতে নামার আগে বলেন, “প্রথম থেকে আমরা খুব কম সময়ের প্রস্তুতিতে খেলতে নেমেছিলাম, প্রস্তুতির জন্য অন্তত আট সপ্তাহ দরকার। অথচ আমরা মাত্র দুই সপ্তাহ প্রস্তুতির জন্য পেয়েছিলাম। আমরা কোনও প্রস্তুতি ম্যাচ পাইনি।

উলটো দিকে একটা অনেক বছর ধরে তৈরি হওয়া দলের বিরুদ্ধে নামতে হয়েছিল, যা খুবই কঠিন। তার ওপর অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি কিন্তু তারপর আমরা উন্নতি করেছি। ফুটবলাররা প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে শুরু করেছিল। এবার প্রত্যেকেই এই ম্যাচের দিকে তাকিয়ে। সকলেই কঠিন পরিশ্রম করেছে। কয়েকজন নতুন ফুটবলারের যোগদানে শক্তি বেড়েছে। আমরা তৈরি । ডার্বি তে আমরা লড়াই করব এটা কথা দিচ্ছি।”

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলকে হালকাভাবে নিচ্ছেন না হাবাস

এরপর গ্রান্ট বলেন, “কোনও সন্দেহ নেই এই ম্যাচের গুরুত্ব অনেক। আমরা যেখানে বেড়ে উঠেছি সেখানে এভার্টন-লিভারপুলের ডার্বি দেখেছি ডার্বির মাহাত্ম বুঝি সমর্থকদের সেটা উপহার দিতে চাই। আমরা শক্তিশালী ফুটবল উপহার দেবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here