আইএসএল গোয়াতে নেই ইস্টবেঙ্গল, ইঙ্গিত নীতার

0
38

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইএসএল ৭ টুর্নামেন্ট হবে গোয়াতেই এদিন পাকাপাকি ভাবে গোয়ার ব্যবস্থা দেখে খুশি এফএসডিএল কর্তারা। সিলমোহর দিয়ে দিলেন গোয়ার স্পোর্টস কর্তৃপক্ষের সাথে এফএসডিএল চুক্তি করেছে। ফাতর্ডা, ভাস্কো এবং বামবোলিম এই তিনটি স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ে হবে আইএসএল। খুব শীঘ্রই সূচি প্রকাশ করা হবে।

Nita Ambani | newsfront.co
ফাইল চিত্র

এদিন এফএসডিএল চেয়ারপারসন নীতা আম্বানি জানান, ‘গোয়াকে অভিনন্দন। ওদের মতো ফুটবল পাগলের শহরেই আইএসএল হবে। আমার আশা খুব সুন্দর হবে গত ছয় বছরের মতো। ফুটবলই পারে সব কষ্ট ভুলিয়ে দিতে। এখন দিন গোনা শুরু হোক।’

আরও পড়ুনঃ আইএসএল ভেন্যু হিসেবে গোয়াকেই সিলমোহর দিল এফএসডিএল

এছাড়া এই বছর যে ইস্টবেঙ্গল আইএসএলে আসছে না সেটা ফের নীতা আম্বানির কথায় প্রমান হল। তিনি দলের আইএসএল দলকে অভিনন্দন দিয়ে বলেন, ‘এবারও আমাদের দশটা দল থাকছে। শুধু এটিকের সঙ্গে মোহনবাগান ও মুম্বই সিটির সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটি এক হয়ে আসছে। ওদের দুই দলকেই অভিনন্দন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here