কোয়েসের ফুটবলারদেরই নিচ্ছে ইস্টবেঙ্গল

0
33

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা প্রায় অনিশ্চিত। তার আগে ফেডারেশনকে খেসারত নামা (Indemnity Bond) স্বাক্ষর করে পাঠিয়ে দিল ইস্টবেঙ্গল। এর ফলে কোয়েসের সাথে যেসব ফুটবলারের দীর্ঘ মেয়াদী চুক্তি তাদের আগামী মরসুমের জন্য দলে রাখতে পারবে ইস্টবেঙ্গল ক্লাব। তবে তাদেরকে বাৎসরিক পারিশ্রমিক কিছুটা কম করতে বলা হয়েছে করোনা পরিস্থিতির জন্য।

Eastbengal | newsfront.co
প্রতীকী চিত্র

যাদের নাম পাঠানো হয়েছে তারা হলেন, লালরিন্ডিকা রালতে, বৈথাং হাওকিপ, হাইমে স্যান্টোস কোলাডো, সামাদ আলী মল্লিক, পিন্টু মাহাতো, তন্দম্বা নাওরেম। এই প্লেয়ারদের দায়িত্ব নেওয়াটা ফেডারেশনের তরফ থেকে লাইসেন্সিং প্রক্রিয়ার জন্যে আবশ্যিক করা হয় যারই প্রক্রিয়া এই ইনডেমনিটি।

আরও পড়ুনঃ প্রকাশ হল আইপিএল সূচি

এই ইনডেমনিটির ফলে আরও ৩কোটি টাকার দায় চাপলো ইস্টবেঙ্গল ক্লাবের উপর। এই টাকা কোথা থেকে আসবে সেটাও স্পষ্ট নয়। কোলা কোলাডো গতবছর খুব খারাপ পারফর্ম করেছিল। তাই তাঁকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠল। এদিকে বলবন্ত সিং আইএসএল না খেললে খেলবে না সেটা চুক্তিতে জানিয়ে দিয়েছিল ফলে ধোঁয়াশা অটুট ইস্টবেঙ্গল ক্লাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here