নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এখনো জলমগ্ন হাওড়া ও কলকাতা স্টেশন সংলগ্ন রেললাইনের বেশ বড় অংশ। এর ফলে বাতিল বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আরো বেশ কয়েকটি ট্রেন ছাড়বে অন্য জায়গা থেকে এমনটাই জানানো হলো পূর্ব রেলের তরফে।
গত সপ্তাহ থেকে চলছে লাগাতার বৃষ্টি। তার ফলে জেরে জল জমে রয়েছে হাওড়ার রেল ইয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়। ফলে নিকাশি ব্যবস্থার দুর্দশার বাস্তব চিত্র আবারও সামনে এসেছে। সে নিয়ে রেল এবং হাওড়া পুরনিগম কর্তৃপক্ষের মধ্যে চলছে পরস্পরকে দোষারোপের পালা। রেলের দাবি, পূর্ব রেলের নিজস্ব জায়গার মধ্যে নিকাশি ব্যবস্থা থাকলেও সেখান থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য যে নর্দমাগুলি আছে, সেগুলির আবর্জনা পরিষ্কার হয় না। ফলে জল জমে যায়। আর পুরনিগমের পালটা দাবি, নর্দমাগুলি নিয়মিত পরিষ্কার করা হয়। রেলের গাফিলতিতেই হাওড়ার রেল ইয়ার্ডে জল জমে আছে।
এই দোষারোপের পালা চলতেই থাকছে আর তার মাঝে গত কয়েকদিন ধরে হাওড়া থেকে বাতিল হয়ে গিয়েছে একাধিক ট্রেন। বৃহস্পতিবার এবং শুক্রবারও পূর্ব রেল বাতিল করে দিয়েছে একাধিক স্পেশাল ট্রেন। একই অবস্থা কলকাতা স্টেশনেও। কলকাতা স্টেশন থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বৃহস্পতিবারও। কয়েকটি ট্রেন কলকাতার পরিবর্তে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।
বৃহস্পতিবার (৫ অগস্ট) বাতিল করা হয়েছে:
১) ০৩১১৩ কলকাতা-লালগোলা স্পেশাল
২) ০৩১১৩ লালগোলা-কলকাতা স্পেশাল
৩) ০৩০১৫ হাওড়া-ভাগলপুর স্পেশাল
৪) ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশাল
শুক্রবার (৬ অগস্ট) বাতিল করা হয়েছে ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশাল।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের বিচারক মৃত্যু তদন্তে এবার সিবিআই, গঠিত হল ২০ সদস্যের বিশেষ দলও
জল জমে থাকার কারণে আজ (বৃহস্পতিবার) তিনটি স্পেশাল ট্রেন কলকাতার পরিবর্তে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।
১) ০৩১৫১ আপ কলকাতা-তাওয়াই স্পেশাল
২) ০৯৬০৭ আপ কলকাতা-মাদার জংশন স্পেশাল
৩) ০২২৬১ আপ কলকাতা-হলদিবাড়ি স্পেশাল
সবকটি ট্রেন দমদম স্টেশনে থামবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584