আগামীকাল থেকে পরীক্ষামূলক ভাবে ৮ জোড়া যাত্রী স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল

0
87

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অবশেষে শুরু হচ্ছে ‘আনলক ফেজ ১’। সোমবার থেকে কনটেনমেন্ট জোন ভিত্তিক দেশজুড়ে চালু হচ্ছে পঞ্চম দফার লকডাউন। এদিন থেকেই আবার দেশে ২০০ জোড়া স্পেশ্যাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।

Indian Railway | newsfront.co
ফাইল চিত্র

সেই ২০০ জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে মাত্র ৮ জোড়া ট্রেন জুটেছে পূর্ব রেলের কপালে। সেই সব ট্রেনগুলির মধ্যে কোনটি ছাড়বে হাওড়া থেকে, কোনওটি ছাড়বে শিয়ালদা থেকে আবার কোনওটি ছাড়বে কলকাতা স্টেশন থেকে। এবার এই সব ট্রেনে চড়তে গেলে কী কী নিয়ম যাত্রীদের মেনে চলতে হবে সেই সব জিনিসই নোটিশ দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ।

যে ৮টি ট্রেন পূর্ব রেলের ৩টি স্টেশন থেকে ছাড়বে তা হল – ০২৩৭৭ আপ/ ০২৩৭৮ ডাউন শিয়ালদা নিউআলিপুরদুয়ার শিয়ালদা স্পেশ্যাল এক্সপ্রেস, ০২৩৫৭ আপ/ ০২৩৫৮ ডাউন কলকাতা অমৃতসর কলকাতা দ্বিসাপ্তাহিক স্পেশ্যাল এক্সপ্রেস, ০২৩০৭ আপ/ ০২৩০৮ ডাউন হাওড়া যোধপুর হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস, ০২৩৮১ আপ/ ০২৩৮২ ডাউন হাওড়া নয়াদিল্লি হাওড়া ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস ভায়া গয়া, ০২৩০৩ আপ/ ০২৩০৪ ডাউন হাওড়া নয়াদিল্লি হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস ভায়া পাটনা (সপ্তাহে চারদিন), ০২২০১ আপ/ ০২২০২ ডাউন শিয়ালদা ভুবেনেশ্বর শিয়ালদা ত্রিসাপ্তাহিক স্পেশ্যাল এক্সপ্রেস, ০২০২৩ আপ/ ০২০২৪ ডাউন হাওড়া পাটনা হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস (রবি বাদে) এবং ০২২১৩ আপ/ ০২২১৪ ডাউন শালিমার পাটনা শালিমার ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস।

আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবীরা

এই সব ট্রেনে চড়তে গেলে আগে থেকে রিজার্ভেশন করতে হবে। টিকিট কাটতে হবে অনলাইনে। রিজার্ভেশন ছাড়া এই সব ট্রেনে কার্যত ওঠাই যাবে না। এমনকি ট্রেনে বার্থ ফাঁকা থাকলেও ট্রেনের টিটিরা সে বার্থ আরএসি তালিকায় নাম থাকা যাত্রীকে দিতে পারবেন।

কিন্তু যার রিজার্ভেশন নেই তেমন কোনও যাত্রীকে দেওয়া যাবে না। যাত্রীদের ট্রেনের মধ্যে রেলের তরফ থেকে কোনও শয্যাসামগ্রী দেওয়া হবে না। যাত্রীরা চাইলে বাড়ি থেকে তা নিয়ে আসতে পারেন। তবে সেই সব জিনিস স্টেশনেই স্যানিটাইজড করিয়ে দেওয়া হবে।

ট্রেনে প্যান্ট্রি কার না থাকলেও প্যাকেটজাত খাবার পাওয়া যাবে। নির্দিষ্ট দামের বিনিময়ে ট্রেনেই মিলবে স্ন্যাক্স, পানীয়জল ও খাবার। তবে ইচ্ছা হলে যাত্রীরা সেই সব নিজেদের বাড়ি থেকেও আনতে পারেন। সেই সঙ্গে প্রত্যেক যাত্রীর মোবাইলে বা একটি দলের যে কোনও একজনের মোবাইলে বাধ্যতামূলক ভাবে আরোগ্য সেতু অ্যাপ অবশ্যই থাকতে হবে।

আরও পড়ুনঃ রক্ত সংকট মেটাতে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে শিবির

সেই সঙ্গে পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে। স্টেশনে ওই সব ট্রেনের সকল যাত্রীকে রাজ্য সরকারের বিধি অনুযায়ী স্যানিটাইজড করার পাশাপাশি তাঁদের থার্মাল স্ক্রিনিংও করা হবে।

সেখানে দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকলে এবং করোনার কোনও উপসর্গ ধরা না পড়লে তবেই তাঁকে ওই ট্রেনে সফর করতে দেওয়া হবে। কিন্তু দেহের তাপমাত্রা বেশি থাকলে বা কোনও উপসর্গ ধরা পড়লে ট্রেনের টিকিট রিজার্ভ থাকলেও তাঁকে ট্রেনে উঠতে দেওয়া হবে না।
প্রত্যেক যাত্রীকে মাস্ক ব্যবহার করতেই হবে। মাস্কহীন যাত্রীকে স্টেশনেই ঢুকতেই দেওয়া হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here