‘এবং আমি’ র প্রাপ্তি!

0
71

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রণজিৎ দে’র কাহিনি ও পরিচালনায়, সুদীপ যাদবের ভাবনা ও সহ পরিচালনায় তৈরি স্বল্প সময়ের ছবি ‘এবং আমি’। ‘টেলস ইন ১০’ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শিত হচ্ছে। দেখানো হবে ১৬ অগাস্ট অবধি। গল্পে দুটি চরিত্র- অর্ক ও রঞ্জা।

Ebong Ami | newsfront.co

এরা প্রাক্তন প্রেমিক যুগল। এই লকডাউনে নিজেদের ঘরে বসে চরিত্র দুটিতে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল এবং পূজারিণী ঘোষ। একটা রাতের গল্প। এই সময়কার প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সবথেকে বড় কথা, প্রথম এই লকডাউন ছবিটিরই সংলাপ আলাদা করে ডাবিং করা হয়েছে। তাও আবার মোবাইলে।

Ranjeet and Sudip | newsfront.co
রণজিৎ ও সুদীপ

আরও পড়ুনঃ খোঁজ মিলল ‘মিসিং টু’র

ছবিতে রণজিতের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি’ কবিতাটি ছবিতে আলাদা মাত্রা দান করেছে। ওস্তাদ বিসমিল্লা খানের বাঁশির সুরে ‘তুমি রবে নীরবে’ গানটি ছবির উপরি পাওনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here