নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বেনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের, বাংলার ভোটে এবার আর একজন নন, দু’জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করল কমিশন। তার সঙ্গে একজন বিশেষ পর্যবেক্ষক এবং একজন এক্সপেন্ডিচার পর্যবেক্ষক (ভোটের খরচের হিসাবনিকাশের জন্য)। বিরোধী দল বিজেপি, বাম-কংগ্রেস জোটের দাবি বাংলায় হিংসামুক্ত পরিবেশে ভোট করতে হবে, বারেবারে এই দাবি তুলেছে তারা। ৮ দফায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিল কমিশন, মনে করছেন বিশেষজ্ঞরা।
পশ্চিমবঙ্গে যে দুজন পুলিশ অবজার্ভার নিয়োগ করেছে কমিশন তাঁরা হলেন বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস। এই বিবেক দুবেকে নিয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিবেক দুবে অন্ধ্রপ্রদেশ ক্যাডারের ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার। গত লোকসভা নির্বাচনেও তাঁকে পশ্চিমবঙ্গে পুলিশ অবজার্ভার নিয়োগ করে কমিশন।
আরও পড়ুনঃ হারিয়ে ভূত করে দেব- হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর
কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এই বিবেক দুবে আগেরবার কী কাজ করেছিল আমি জানি।” আর অন্যজন, মৃণালকান্তি দাস মণিপুর ক্যাডারের ১৯৭৭ সালের ব্যাচের অফিসার ছিলেন। গত লোকসভা নির্বাচনে ত্রিপুরার পুলিশ পর্যবেক্ষক হিসাবে ছিলেন তিনি।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে স্পর্শকাতর বুথের সংখ্যা ২১৩
বাংলার নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন অজয় নায়েক। তিনি ১৯৮৪ সালের ব্যাচের আইএএস অফিসার, বিহার বিধানসভা নির্বাচনে মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন তিনি। অজয় নায়েক সম্পর্কে নির্বাচন কমিশনার সুনীল অরোরা ভৃয়সী প্রশংসা করে বলেন, ‘দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফিসারস।’
বাংলার ৮ দফা ভোটে বিশেষ পর্যবেক্ষক হিসাবে থাকছেন সেই অজয় নায়েক। রাজ্যে ভোটের এক্সপেন্ডিচার অবজার্ভার হিসাবে নিযুক্ত হয়েছেন বি মুরলী কুমার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584