নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অসমের বিভিন্ন সংবাদপত্রে বিজেপি জিতে গেছে বিজ্ঞাপনের পরে তুমুল জলঘোলা হয় সে নিয়ে। নির্বাচন কমিশন আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের নোটিশ জারি করে আটটি সংবাদ পত্রকে। তা নিয়ে বিজেপির সাফাই ছিল বিজ্ঞাপনে কোন অন্যায় দেখছেনা তারা।

এরপরেও থামেনি কেন্দ্রীয় শাসকদল, বিরোধী দলের নেতাকে এনআইএ তদন্তের হুমকি দেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। ফলত ৪৮ ঘন্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না তিনি এই মর্মে নির্দেশ জারি করে কমিশন।
EC debarring Himanta B Sarma from campaigning for 48 hrs prove that BJP has lost polls & is resorting to tactics. We urge EC to debar Narendra Modi, Amit Shah, Sarbananda Sonowal & JP Nadda too who were shown in ads in Assam's newspapers, for free&fair polls: R Surjewala,Congress pic.twitter.com/kokhHq0aFt
— ANI (@ANI) April 3, 2021
আরও পড়ুনঃ সিএএ কেন্দ্রের বিষয় হলে বাংলার ইস্তেহারে তা উল্লেখ কেন, উঠছে প্ৰশ্ন
এবারে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা একটি টুইট করে দাবি করেছেন কমিশন আসামে প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক নরেন্দ্র মোদী, অমিত শাহ , সর্বানন্দ সোনওয়াল এবং জেপি নাড্ডার ওপরেও। কারণ তাঁদের প্রত্যেকের ছবি ছিল ওই বিজ্ঞাপনে।
তাঁর দাবি বিজেপি ইতিমধ্যেই বুঝেছে অসম নির্বাচনে তারা হারছে, তাই বিভিন্ন রকম ‘ট্রিক’ শুরু করছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই প্রচেষ্টা বন্ধ করুক কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584