প্রথম দফার ভোটে সময়সীমার পরিবর্তন

0
69

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য ভোটগ্রহণের সময় ৩০ মিনিট বাড়ালো নির্বাচন কমিশন।আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ। ভোটাররা সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬.৩০টা পর্যন্ত তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মঙ্গলবার পোল প্যানেলের এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

Assembly election | newsfront.co
প্রতীকী চিত্র

নির্বাচন কমিশনের তরফে এক আধিকারিক জানান যে, কোভিড -১৯ বিধি নিষেধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বর্তমান কোভিড -১৯ পরিস্থিতি মাথায় রেখে কমিশন ভোট দেওয়ার সময় ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণের বিজ্ঞপ্তিটি মঙ্গলবার দুপুরে জারি করা হয়েছে।”

আরও পড়ুনঃ জট খুলতে চলেছে সংযুক্ত মোর্চার

রাজ্যে ৩০টি বিধানসভা কেন্দ্রে প্রথম পর্বের নির্বাচন ২৭ মার্চ। স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তার কারণে এবার পাঁচ রাজ্যেই ভোট কেন্দ্র হবে এক তলায়। রাজ্যে পোলিং বুথের সংখ্যা ১লক্ষ ১হাজার ৯১৬টি। ২০১৬ সালের তুলনায় যা ৩১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান যে, বিহারের বিধানসভা নির্বাচনের মতো পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণের সময়সীমাও এক ঘন্টা বাড়ানো হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here