নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিজেপির তরফে জেলা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় যে অনুব্রত বারেবারে বলছেন, ‘খেলা হবে, ভয়ংকর খেলা হবে’। তারপরই অনুব্রত মণ্ডলকে শোকজ নোটিস পাঠায় কমিশন। আজ মঙ্গলবার রাত ১০টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে অনুব্রতকে।

ভোট প্রচারে একাধিকবার অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায় ‘খেলা হবে’। কেমন খেলা হবে? বহু সংবাদমাধ্যম এই প্রশ্ন করে তাঁকে। উত্তরে তিনি বলেন, “ভয়ংকর খেলা। এই খেলায় তৃণমূলের সঙ্গে পেরে ওঠা মুশকিল। মোদ্দা বিষয়টা ট্রেনিংয়ের। কোন বলে চার, কোন বলে ছয়, আবার কোন বলে দু’রান নিলেও আউট হব না, সেটা বুঝে গেলে কোনও সমস্যাই নেই।”
আরও পড়ুনঃ ‘জায়গায় জায়গায় শীতলকুচি হবে’, বিতর্কিত মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের
অনুব্রত এও বলেন, “এই খেলার রেফারি হবে নির্বাচন কমিশন, খেলায় আহতদের হাসপাতালে ভরতি করা হবে।”এই মন্তব্য উল্লেখ করেই বিজেপি কমিশনে অভিযোগ জানায় , অনুব্রত মণ্ডল ভোটারদের হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। বিভিন্ন সভাতে বিজেপিকে ‘ঠেঙিয়ে পগার পার করার’ নিদান দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে বীরভূমের বিজেপি নেতৃত্বের তরফে।
এই অভিযোগের ভিত্তিতেই অনুব্রত মণ্ডলের কাছে তাঁর এসব মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে কমিশন। আজ রাত দশটার মধ্যেই উত্তর দিতে বলা হয়েছে তাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584