বিজেপির অভিযোগে ভোটের ২৪ ঘন্টা আগে হলদিয়ার এসডিপিও-কে সরিয়ে দিল কমিশন

0
65

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

দ্বিতীয় দফা ভোটের ২৪ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। মহিষাদলের সার্কেল ইনস্পেক্টর (সিআই) এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয়েছে।

election commission of india | newsfront.co

প্রথম দফা নির্বাচনের দিন অর্থাৎ গত শনিবার হলদিয়া ও নন্দীগ্রামের একাধিক পুলিশকর্তার বিরুদ্ধে কমিশনে নালিশ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওই পুলিশকর্তারা ভোটে তৃণমূল কংগ্রেসকে কারচুপি করতে সাহায্য করেছেন বলে অভিযোগ তোলেন।

বিশেষত হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে অভিযোগ করে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ , বরুণ বৈদ্য শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ। সেই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোটের ২৪ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিও পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে কমিশন। তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে রাখা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন উত্তম মিত্র।

আরও পড়ুনঃ বিজেপি জিতলে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? মন্তব্য দিলীপ ঘোষের

দ্বিতীয় দফায় ভোট হতে চলা অপর এক কেন্দ্র মহিষাদলের সার্কেল ইনস্পেক্টর বিচিত্র বিকাশ রায়কে সরিয়ে দিল কমিশন। পরিবর্তে শীর্ষেন্দু দাসকে মহিষাদলের সার্কেল ইনস্পেক্টরের দায়িত্বভার দেওয়া হয়েছে। তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন।

সেইসঙ্গে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকেও সরিযে দেওয়া হয়েছে। যিনি ১০ বছরেরও বেশি সময় ধরে একই অফিসে কর্মরত রয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া নির্দেশে কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোন কাজে রাখা যাবে না অরিন্দমকে। বালিগঞ্জ কেন্দ্রে নয়া রিটার্নিং অফিসারের জন্য তিনজন আধিকারিকের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here