ভুতুড়ে ভোটার! মোট ভোটার ৯০ জন, এদিকে ভোট পড়ল ১৮১টি

0
212

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অসমে ডিমা হাসাও জেলার হাফলং বিধানসভা কেন্দ্রের একটি বুথে ভোটার সংখ্যা ৯০ জন কিন্তু ভোট পড়েছে ১৮১ টি। গত ১ এপ্রিল ভোটগ্রহণ হয় ওই কেন্দ্রে। ২০১৬ বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী বীর ভদ্র হাকিয়ার। ৭৪% ভোট পড়েছিল ওই কেন্দ্রে।

Voter Verification | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্র মারফত জানা গিয়েছে, ওই কেন্দ্রে পুননির্বাচন ঘোষণা করতে চলেছে কমিশন। প্রধান পোলিং বুথ সংলগ্ন অতিরিক্ত পোলিং বুথটিতে ঘটেছে ঘটনাটি। এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ৬ ভোট কর্মীকে।

নির্বাচন কমিশন একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, ” প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসার স্বীকার করেছেন যে তালিকাভুক্ত ভোটার ছাড়াও প্রধান বুথের কিছু ভোটারদের তাঁরা অতিরিক্ত বুথে ভোট দিতে অনুমতি দিয়েছিলেন।”

আরও পড়ুনঃ করোনার অজুহাতে মাঝপথে ভোট বন্ধ করলে মানবো না, হুঁশিয়ারি মমতার

প্রহ্লাদ চন্দ্র রায়( প্রিসাইডিং অফিসার), পরমেশ্বর চারঙসা ( ফার্স্ট পোলিং অফিসার), শিখসিম লাংহাম (সেক্টর অফিসার), স্বরাজ কান্তি দাস (সরকেন্ড পোলিং অফিসার), লালজামলো ঠেক (থার্ড পোলিং অফিসার) এই ৬ জন অফিসারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করেছে কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here