করোনা অতিমারির মাঝেই মহারাষ্ট্রে নির্বাচনের অনুমতি নির্বাচন কমিশনের

0
232

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

করোনা অতিমারির মাঝেই মহারাষ্ট্রের রাজনীতিতে নাটক অব্যাহত। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হলেও এখনো নির্বাচিত প্রতিনিধি নন। তাঁকে হয় রাজ্যপাল দ্বারা মনোনীত হতে হবে অথবা নির্বাচিত হতে হবে। কিন্তু সেই মেয়াদ ফুরিয়ে আশায় ঘটেছে বিপত্তি। দেশব্যাপী করোনা লকডাউনের মাঝে কিভাবে তিনি নির্বাচিত হয়ে আসবেন? তাই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর  দ্বারস্থ হন। এই নিয়ে মামলাও হয়েছে। কিন্তু কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত মেলেনি। নাটক অব্যাহত।

 

এরই মধ্যে আজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মহারাষ্ট্রের কিছু আসনে নির্বাচনের অনুমতি দিল। লেজিসলেটিভ কাউন্সিলের সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। ভোট চলাকালীন কভিড১৯ নিয়ে সতর্ক থাকার গাইডলাইনের কথাও উল্লেখ করে নির্বাচন কমিশন।

এখন দেখা যাক মহারাষ্ট্রের এই রাজনৈতিক তরজা কতদিন অব্যাহত থাকে?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here