নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও রাহুল সিনহার পর এবার বিজেপি নেতা সায়ন্তন বসুকে বিতর্কিত মন্তব্য করার জন্য নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সায়ন্তনকে তার বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে হবে, না হলে কমিশন ব্যবস্থা নেবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ নিহত হওয়ার পর ঝড় ওঠে রাজ্য তথা দেশের রাজনীতিতে।
Election Commission issues notice to West Bengal BJP leader Sayantan Basu for his alleged 'inflammatory' remark during speech and asks him to explain his stand within 24 hours
— Press Trust of India (@PTI_News) April 15, 2021
এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।এরপরে আরো এক ধাপ এগিয়ে বিতর্কিত মন্তব্য করেন আরেক বিজেপি নেতা রাহুল সিনহাও। পিছিয়ে ছিলেন না সায়ন্তন বসুও। জলপাইগুড়ি এক সভায় তিনি বলেন, ‘খেলা বেশি খেলতে যেও না শীতলকুচি খেলে দেবো।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584