পুরভোটে থাকছে না ভিভিপ্যাট, ১৫ হাজার ইভিএম পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন

0
68

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাজের ১০৮টি পুরসভায় এক দফায় ভোট করানো সম্ভব নয় কারণ পর্যাপ্ত ইভিএমের অভাব রয়েছে একথাই আদালতে জানায় রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইভিএম চেয়ে চিঠিও লেখে রাজ্য নির্বাচন কমিশন। তার ভিত্তিতেই পুরভোটের জন্য ১৫ হাজার ইভিএম পাঠানো হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এমনটাই খবর। তবে কলকাতা পুরসভা নির্বাচনের মত রাজ্যের অন্যান্য পুরভোটেও থাকছে না ভিভিপ্যাট ।

VVPat
প্রতীকী চিত্র

রাজ্যের চার পুরনিগমের ভোট হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি তা পিছিয়ে যাওয়ায় ভোট হবে ১২ ফেব্রুয়ারি। গত শনিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতকে জানায় রাজ্য নির্বাচন কমিশন। ১২ ফেব্রুয়ারি যে ৪ পুরনিগমের ভোট সেখানে ৩ হাজার ৪০০ ইভিএম প্রয়োজন। এরপরে রয়েছে দ্বিতীয় পর্যায়ে ১০৮ পুরনিগমের ভোট। এই ভোটের জন্য পর্যাপ্ত সংখ্যায় ইভিএম ছিল না রাজ্য নির্বাচন কমিশনের হাতে।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার, পিএম কেয়ার্স ফান্ড থেকে কোনও টাকাই আসেনি করোনা মোকাবিলায়

গত শনিবার রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ৪ পুরসভার বকেয়া ভোট হবে ১২ ফেব্রুয়ারি। বাকি ১০৮টি পুরসভার বকেয়া ভোট নির্ধারিত ছিল ২৭ ফেব্রুয়ারি, সেই নির্বাচন পূর্ব নির্ধারিত দিনেই হবে বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে।

আরও পড়ুনঃ সোমবার থেকে মহারাষ্ট্রে ফের খুলছে স্কুলের দরজা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here