শিক্ষানুরাগী মানুষের সাহায্য পেল অর্থনৈতিক অনগ্রসর ছাত্রী

0
93

মনিরুল হক, কোচবিহারঃ

চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুপ্রিয়া দাসের পড়াশোনার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক ব্যক্তি।ওই ব্যক্তির নাম সাধন কুমার দাস।তার বাড়ি শিলিগুড়ির সূর্য সেন কলোনিতে।তিনি বিএসএনএলে চাকুরি করতেন।ঘোগারকুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুপ্রিয়া দাসের পারিবারিক অবস্থা খারাপ জানতে পেরে তিনি তার পড়াশোনার ক্ষেত্রে সাহায্যের জন্য এগিয়ে আসেন। গতকাল তিনি ওই ছাত্রীর পড়াশোনার সাহায্য স্বরূপ নগদ আড়াই হাজার টাকা তুলে দেন।স্নাতকস্তরে পড়াশোনার জন্য আগামী তিন বছর ওই ছাত্রীর পড়াশোনার জন্য মাসিক ৫০০ টাকা করে সাহায্য করবেন বলেও জানান তিনি।
চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি কালিবাড়ি এলাকার বাসিন্দা মদনমোহন দাসের মেয়ে সুপ্রিয়া দাস৷ মেয়ের পড়াশোনার খরচ চালাতে অসুবিধা হওয়ায় মদনমোহন বাবু সুপ্রিয়ার স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপদতারন দাসের কাছে বিষয়টি জানান। ওই শিক্ষক সুপ্রিয়ার পড়াশোনার ক্ষেত্রে সাহায্যের জন্য শিলিগুড়ির সূর্য সেন কলোনির বাসিন্দা সাধন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই সাধন বাবু সুপ্রিয়ার পড়াশোনার জন্য আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। গতকাল সাধন বাবু সুপ্রিয়ার বাড়িতে এসে পড়াশোনার জন্য নগদ আড়াই হাজার টাকা প্রদান করে পাশে দাঁড়ান।
সাধন বাবু বলেন, “আমি দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। প্রায় ৪০ বছর ধরে এমন করে আসছি। আমার মা বাবার থেকে এই প্রেরণা পেয়েছি। কাজের থেকে অবসর নেওয়ার পর এই ধরণের কাজে নিজেকে যুক্ত রেখেছি।আর্থিক অনটনের জন্য যারা পড়াশোনা করতে সমস্যায় পরে,তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। অসহায় ও অসুস্থ মানুষকেও সাহায্য করি।”

আরও পড়ুনঃ ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবক গ্রেফতার কোচবিহারে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here