কয়লাকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার বাঁকুড়ার আইসি

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করলো এক রাজ্য পুলিশ আধিকারিককে। শনিবার রাতে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কয়লা পাচার মামলায় এই প্রথম কোনও পুলিশ আধিকারিক গ্রেফতার হলেন।

Enforcement Directorate | newsfront.co

উল্লেখযোগ্য বিষয় হল, কয়লা কাণ্ডে মূল অভিযুক্তের আত্মীয় এই পুলিশ আধিকারিক। আজ অর্থাৎ রবিবার তাঁকে আদালতে তোলা হবে বলে ইডি সূত্রে খবর। ধৃতকে জেরা করে ওই মামলায় বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন ইডির আধিকারিকরা।

এই মামলায় জেরা করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল বাঁকুড়ার আইসি’কে, তারপর শনিবার রাত ১১টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। কয়লাকাণ্ডে এটা দ্বিতীয় গ্রেফতার বলে দাবি। এর আগে কয়লা পাচারচক্রের চাঁই বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুনঃ ভোট চলাকালেই চিটফান্ড কাণ্ডে বড় পদক্ষেপ, কুণাল ও শতাব্দীর সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

এর আগে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে একাধিকবার জেরা করেছে সিবিআই। তার কাছ থেকে বিনয়ের সম্পর্কে একাধিক তথ্য মিলেছিল বলে খবর। এমনকী, কয়লা পাচারের মূল পাণ্ডা বিনয়ের সঙ্গে এই পুলিশ আধিকারিকের সরাসরি সম্পর্ক ছিল বলেও দাবি করেছে ইডি ।

এরপর তাঁকে জেরা করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়। শনিবার সন্ধে থেকে দীর্ঘক্ষণ জেরা চলে। অশোকের উত্তরে সন্তুষ্ট হয়নি ইডি, তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যে পুলিশের আধিকারিককে হেফাজতে নিয়ে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চায় ইডি।

আরও পড়ুনঃ কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না’, পরামর্শ মানিকের

কয়লা পাচার কাণ্ডে ইডি-র পাশাপাশি দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। ভারত ও বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের চাঁইদের জালে ধরতে তৎপর হয়েছেন গোয়েন্দারা। বিনয়ের ভাই বিকাশের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল সিবিআই। পরে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়। এবার এই পাচার কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here