কয়লা কাণ্ডে বিনয় মিশ্রর ভাইকে গ্রেফতার ইডির

0
78

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কয়লাকাণ্ডে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করল ইডি। মঙ্গলবার দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার বিকাশকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Enforcement Directorate | newsfront.co
ফাইল চিত্র

বিকাশের জবাবে খুব একটা সন্তুষ্ট হননি তদন্তকারী আধিকারিকরা। তার মধ্যেই মঙ্গলবার দুপুরে দিল্লিতে এক আত্মীয়র বাড়ি থেকে বিকাশকে গ্রেফতার করে ইডি। ৬ দিনের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি।

কয়লাকাণ্ডে সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। ঘটনার মূল পান্ডা অনুপ মাজি ওরফে লালাকে এখনো ধরতে পারেননি তাঁরা ঠিকই কিন্তু তদন্তে উঠে এসেছে একাধিক নাম। তার মধ্যে উল্লেখযোগ্য তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম। তারপর থেকেই বিনয় পলাতক। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে ওপেন ওয়ারেন্ট । রেড কর্নার নোটিশও জারি হতে পারে শীঘ্রই।

আরও পড়ুনঃ রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ স্বপনের, প্রার্থী হলেন তারকেশ্বর কেন্দ্রের

বিনয় মিশ্রকে ধরতে না পারলেও ইতিমধ্যেই একাধিকবার তাঁর ভাই বিকাশকে জেরা করেছে সিবিআই। তাঁকে জেরা করার পরেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা ও অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠানো হয়। গত মাসে বিনয়ের দিল্লির বাড়িতেও হানা দেয় ইডির একটি দল। সিআরপিএফকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় তারা। এরপরই মঙ্গলবার গ্রেফতার করা হল বিকাশকে।

আরও পড়ুনঃ প্রার্থী ঘিরে বিক্ষোভকারীদের সাথে বৈঠক বিজেপি রাজ্য নেতৃত্বের

কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছিল লালার কয়লা পাচারের টাকা বিনয় মিশ্রর হাত ধরেই পৌঁছাত প্রভাবশালীদের হাতে। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিনয়ের ভাই বিকাশের। ইডি বিকাশকে হেফাজতে নিয়ে এই অর্থ লেনদেন সংক্রান্ত আরও তথ্য জানতে চায়। বিকাশের গ্রেফতারি কয়লাকাণ্ডে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here