শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
২০২১ বিধানসভা ভোটের আগে তৃণমূল যতই প্রচার-দলে যোগদান প্রকল্পে নামুক, চিটফান্ড কান্ডে তৃণমূলের অস্বস্তি যাতে বজায় থাকে, তার জন্য ছলে-বলে-কৌশলে তৎপর বিরোধী শিবির। আর এবার তৎপরতা বাড়াতে শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।
সপ্তাহখানেক আগেই শোভন চট্টোপাধ্যায় ছাড়া তৃণমূলের ৭ নেতা-মন্ত্রী এবং বিজেপি নেতা মুকুল রায় ও আইপিএস এসএমএইচ মির্জাকে নোটিশ পাঠিয়েছিল ইডি। এবার তৃণমূলের বিশেষ ৪ নেতা মন্ত্রীকে সোমবার দুপুরে ফের নোটিশ পাঠিয়ে মঙ্গলবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দিল ইডি।
এই ৪ জন হলেন, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় এবং অপরূপা পোদ্দার। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রাথমিক ভাবে এটি ইডির তদন্ত প্রক্রিয়া মনে হলেও এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতেই পারে। শুভেন্দু সহ এই চার জনই এখন তৃণমূলে সামনের সারিতে নেই যা নিয়ে তারা প্রত্যেকেই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ ব্যক্ত করেছেন।
আরও পড়ুনঃ কোভিডের সরঞ্জাম কেনায় দুর্নীতির স্বচ্ছ তদন্তে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের
বিশেষত শুভেন্দুর রাজ্য সম্পাদক পদে ফের ফিরে আসা এবং রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের মেন্টর পদ থেকে সরে যাওয়া দলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও জল্পনা বাড়িয়েছে। তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে গরহাজির থাকছেন শুভেন্দু। এই অবস্থায় নারদ কান্ডে তাকে ফের জেরা করার জন্য অবিলম্বে নথিপত্র চাওয়া তার এবং তার দলের অস্বস্তির কারণ হতেই পারে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত দিলীপ ঘোষের গাড়ির চালক
প্রসঙ্গত, গত জুন মাসেই করোনা আবহের মধ্যে নারদ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা-মন্ত্রীকে চিঠি পাঠিয়ে সম্পত্তির নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। গত ৩১ জুলাইয়ের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।
কিন্তু ইডি ৩১ জুলাইয়ের মধ্যে সম্পত্তির নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিলেও অভিযুক্তরা তা জমা দেননি বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে। সেই কারণেই সোমবার এই কড়া চিঠি পাঠাল ইডি। সূত্রের খবর, অভিযুক্তরা যাবতীয় নথি জমা দেওয়ার পরেই তা পর্যালোচনা করে ফের জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584