কয়লা পাচার কান্ডে অভিষেককে এক মাসের মধ্যে তৃতীয়বার নোটিশ ইডি-র

0
66

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কয়লা পাচার কাণ্ডে তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক মাসের মধ্যে তৃতীয় বার দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ২১ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে এমনটাই জানা গিয়েছে।

Abhisekh Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত সোমবার ইডি-র দিল্লি অফিসে টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁকে ফের নোটিস পাঠিয়ে শুক্রবার দিল্লিতে হাজির হতে বলে ইডি। কিন্তু এবার তৃণমূল সাংসদ ইডি-কে জানান যে তিনি হাজির হতে পারবেন না। ফের শনিবার তাঁকে নোটিস পাঠায় ইডি, ২১ সেপ্টেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভবানীপুর উপনির্বাচনে লড়বেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, দলে কম সময়ে উত্থান নেত্রীর

তদন্তকারীদের দাবি, কয়লা পাচার-কাণ্ডে দুটি সংস্থার যোগ পাওয়া গিয়েছে, দুটিতেই নাকি ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের আত্মীয়রা। গত সোমবারই ইডি দপ্তর থেকে বেরিয়ে অভিষেক বলেছিলেন, ‘‘প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুন।“ এ বিষয়ে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “রাজনীতিতে পেরে উঠছে না, তাই ৯ ঘণ্টা জেরা করার পর আবার ডাকল অভিষেককে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here