ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
বিশিষ্ট মানবাধিকার-কর্মী হর্ষ মান্দারের দিল্লির বাসভবন ও তাঁর দুটি অনাথ আশ্রমে দিনভর তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন এই আমলা প্রায় দু’দশক যাবত কাজ করেন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের আদিবাসী ও প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করেন। ২০০২ সালে গুজরাত দাঙ্গার পরে জাতির উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখে পদত্যাগ করেন মান্দার।
চিঠিতে দ্ব্যর্থহীন ভাষায় তিনি লেখেন যে, প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় দাঙ্গার নামে সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু মানুষদের হত্যা করা হয়েছে। উল্লেখ্য, গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী ও গুজরাত দাঙ্গার মূল হোতা বলে যার পরিচিতি তিনি হলেন অমিত শাহ। পদত্যাগ করার পরে মানবাধিকার-কর্মী হিসেবে কাজ শুরু করেন হর্ষ মান্দার।
এহেন এক ব্যক্তিত্ব যে মোদি সরকারের আমলে খুব সুখে থাকবেন না তা সহজেই অনুমেয়। মোদী-শাহ আমলে একাধিক বার বিপর্যস্ত করার চেষ্টা হয়েছে হর্ষ মন্দারের সম্প্রীতির কর্মসূচিকে। সস্ত্রীক জার্মানি গিয়েছেন হর্ষ মান্দার। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি বিদেশে থাকাকালীনই বৃহস্পতিবার তাঁর বাড়ি ও দুই অনাথ আশ্রমে হানা দেয় ইডি। বাড়িতে ছিলেন হর্ষের মেয়ে-জামাই। জোর করে বাড়িতে ঢুকে তল্লাশির নামে দিনভর সব কিছু তছনছ করে ইডি-র কর্মীরা। একই ভাবে হর্ষ পরিচালিত দুটি অনাথ আশ্রম ‘উম্মিদ-আমন ঘর’ ও ‘খুশি-রেনবো হোম’-এ তল্লাশি চালায় ইডি।
আরও পড়ুনঃ ব্যাড ব্যাঙ্কের জন্য ৩০,৬০০ কোটি টাকার গ্যারান্টি কেন্দ্রের, নিরাপত্তা প্রদান করবে NARCL
একটি টুইটে কংগ্রেসের পক্ষে মন্দারের বিরুদ্ধে বিজেপি সরকারের এই অভিযানের নিন্দা করেছেন দিগ্বিজয় সিংহ। মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজ্যেরই আইএএস ক্যাডার ছিলেন হর্ষ মান্দার। হর্ষ মান্দারকে হেনস্থার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে অভিযোগ তুলে হর্ষ-এর পাশে দাঁড়িয়েছেন ৫৬৫ জন সমাজ কর্মী ও বিশিষ্ট জন।
আরও পড়ুনঃ মোদীর ৭১তম জন্মদিনে শুভেচ্ছা রাষ্ট্রপতি- উপরাষ্ট্রপতির, রাজভবনে বৃক্ষরোপণে ব্যস্ত রাজ্যপাল
তাঁরা একটি বিবৃতিও দিয়েছেন, তাতে স্বাক্ষর করেন কংগ্রেস সাংসদ শশী থারুর, পরিবেশ কর্মী মেধা পাটকর, মানবাধিকার নেত্রী অরুণা রায়, যোজনা কমিশনের প্রাক্তন সদস্য সৈয়দা হামিদ, অর্থনীতিবিদ জঁ দ্রেজ, প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ, অধ্যাপক অপূর্বানন্দ, মানবাধিকার-কর্মী কবিতা কৃষ্ণন, অ্যানি রাজা ও প্রাক্তন আইপিএস জুলিও রিবেইরো সহ আরো অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584