আইকোর তদন্তে ইডির নোটিশ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে

0
78

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আইকোর মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে নোটিশ পাঠায় সিবিআই।জানা গিয়েছে, তিনি মঞ্চে দাঁড়িয়ে আইকোর-কে সমর্থন করেছিলেন। সে কারণেই এই অর্থলগ্নি সংস্থার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি।

partha chatterjee | newsfront.co
ফাইল চিত্র

পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও কলকাতা পৌরসভার একজন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও ডেকে পাঠিয়েছে ইডি।পার্থ চট্টোপাধ্যায় ও বাপ্পাদিত্য দাশগুপ্ত দু’জনকেই আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডি-র নোটিশে। আইকোর তদন্তে এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই।

আরও পড়ুনঃ ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ নির্বাচন কমিশনকে তোপ অনুব্রতর, শোকজ কমিশনের

তিনি সিবিআইকে জানিয়েছেন ভোটের কাজে ব্যস্ত থাকায় আপাতত হাজিরা দিতে পারছেন না, ভোট সম্পন্ন হলে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি।এরপরেও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায় কে আবার নোটিশ পাঠায় সিবিআই, এই নোটিশে স্পষ্ট করে ১৫ মার্চ দেখা করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ১৫ মার্চ পার্থবাবু সিবিআই দপ্তরে হাজির হননি, জানান কোন নোটিশ তিনি পাননি।

এরপরে সিবিআই এর নোটিশ হাতে পেলে চিঠি দিয়ে জানিয়ে দেন রাজ্যে ভোট পর্ব মিটলে ২মে র পরে সিবিআই দপ্তরে গিয়ে দেখা করবেন তিনি। ইতিমধ্যে অনুকূল মাইতি নামে এক ব্যক্তিকে জেরা করে সিবিআই, তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। সিবিআই-এর পরে ইডিকেও পার্থবাবু একই কথা জানান কিনা সে বিষয়ে কোন তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here