নারদা মামলার চার্জশিটে নাম ফিরহাদ-সুব্রত-মদনের, শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি কুনালের

0
69

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বুধবার নারদা মামলার প্রথম চার্জশিট পেশ ইডি-র। চার্জশিটে নাম রয়েছে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের। এই তিনজনকে বিধানসভার স্পিকারের মাধ্যমে চার্জশিট পাঠানো হবে। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জার। এই দুজনের বিরুদ্ধে ফের তদন্তের আর্জি জানিয়েছে ইডি। এই মামলায় শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জাকে ইডির তরফে আবার ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Madan Mitra Firhad Hakim Subrata Mukherjee
মদন মিত্র-ফিরহাদ হাকিম-সুব্রত মুখোপাধ্যায়

নারদা মামলায় পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি অভিযোগ করেন, এই মামলায় অন্য অভিযুক্ত যারা এখন বিজেপতে রয়েছেন নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছেনা ইডি। এদিন সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবি জানান কুনাল ঘোষ।

আরও পড়ুনঃ পুলিশ দিবসেও অব্যাহত রাজ্যপাল-নবান্ন দ্বৈরথ, বিতর্কিত টুইট রাজ্যপালের

উল্লেখ্য, গত মে মাসে হঠাৎই নারদা মামলায় তৎপর হয়ে ওঠে সিবিআই। ভোরবেলা বিনা নোটিসে বাড়ি থেকে আটক করা হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে, নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। দিনভোর এঁদের গ্রেপ্তারি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here