নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সারদা মামলায় ব্যাঙ্কশাল কোর্টে শুক্রবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই চার্জশিটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। তৃণমূলের দাবি, এই চার্জশিট সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সারদা মামলায় এর আগে সিবিআই তদন্ত চলাকালে সিবিআই-এর মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ ও সুমন চট্টোপাধ্যায়। তদন্তের কারণে দুজনকেই দীর্ঘদিন সিবিআই হেফাজতে থাকতে হয়েছিল। বর্তমানে জামিনে রয়েছেন কুনাল ও সুমন দুজনেই। জামিনের পরে সরাসরি রাজনীতিতেই ফিরে এসেছেন কুণাল ঘোষ, বর্তমানে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি। সর্বোপরি তৃণমূলের হয়ে ত্রিপুরায় অত্যন্ত সক্রিয় তিনি।
আরও পড়ুনঃ ধাক্কা যোগী সরকারের! এলাহাবাদ হাইকোর্টে খারিজ ফৌজদারি মামলা, স্বস্তিতে ড.কাফিল খান
সারদা মামলায় আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে কুণাল ঘোষের ‘স্ট্র্যাটেজি মিডিয়া’ ও সুমন চট্টোপাধ্যায়ের ‘দিশা প্রোডাকশন এন্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড’ এবং ‘একদিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ এই দুটি সংস্থার নাম। আর্থিক তছরুপের বেশ কিছু ধারা যোগ করা হয়েছে। নতুন করে ইডির চার্জশিট জমা দেওয়া এবং তাতে কুনাল ঘোষের নাম থাকায় তৃণমূল নেতৃত্বের দাবি রাজনৈতিক কারণেই এমনটা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584