নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কয়লা পাচার কাণ্ডে বড় পদক্ষেপ ইডি-র। আগামী মাসের প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে রাজধানীতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আগামী ১ সেপ্টেম্বর রুজিরাকে ও ৩ সেপ্টেম্বর কয়লা পাচার কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি-র দপ্তরে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছে। ডেকে পাঠানো হয়েছে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুকেও, তাঁকে পিনকন কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব হয়েছে বলে খবর।
তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে শুধু নয় তাঁর স্ত্রীকেও ইডি দপ্তরে তলব করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বলেন, বিজেপি চক্রান্ত করে অভিষেককে নিশানা করেছে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছে বিজেপি।
আরও পড়ুনঃ প্রয়াত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়
উল্লেখ্য, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এমনকি জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরা দেবীর বোনকেও। এরপরে সস্ত্রীক অভিষেককে ইডি-র দিল্লির দপ্তরে ডেকে পাঠানোয় রাজনৈতিক চক্রান্তের কথা বলছেন তৃণমূল নেতৃত্ব ছাড়া আরও অনেকেই।
আরও পড়ুনঃ সারদা মামলায় ইডি-র চার্জশিটে নাম কুনাল ঘোষ ও সুমন চট্টোপাধ্যায়ের সংস্থার
সাম্প্রতিককালে ত্রিপুরায় সংগঠন প্রসারণের দিকে ভালোরকম নজর দিয়েছে তৃণমূল। সেক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই কারণে ইডি-র এই তৎপরতা কিনা সেনিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584