জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব ইডি’র

0
84

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

এবার বিধানসভা ভোটে দাঁড়ানো তৃণমূলের এক প্রার্থীকে আগামী সোমবার ডেকে পাঠাল ইডি। বিজেপির অভিযোগ, এই প্রার্থীকে আগেও একবার ডেকে পাঠিয়েছিল ইডি। এই প্রার্থী আবার ‘ভাইপোর’ শ্বশুর বাড়ি সম্পর্কিত এক আত্মীয়ও বটে।

ed | newsfront.co
ফাইল চিত্র

এজন্য আগেই এই ব্যক্তিকে সাংবাদিকের কোটায় রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই বিশেষ ব্যক্তির নাম বিবেক গুপ্ত। এনাকে এবার জোড়াসাঁকো বিধানসভার তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে। তাই
সারদাকাণ্ডে এবার জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব করল ইডি।আগামী সোমবার তৃণমূলের রাজ্যসভার এই প্রাক্তন সাংসদকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ চা বাগানে শুরু হল ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ

ইডি-র দাবি, বিবেক গুপ্তর প্রকাশনা সংস্থা থেকে সারদার পত্রিকা ছাপা হত। এ ব্যাপারে বিবেক গুপ্তর সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের আর্থিক চুক্তি ও আর্থিক লেনদেন হয়েছিল। কেন তিনি টাকা নিয়েছিলেন? কী চুক্তি হয়েছিল? তা জানতেই জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

সূত্রের খবর, এর আগেও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিবেক গুপ্ত। তাঁর প্রতিক্রিয়া এখনও মেলেনি।অন্যদিকে, বেতন বাবদ ও বিজ্ঞাপন এনে দেওয়ার জন্য সারদা থেকে পাওয়া টাকা গতকাল ইডিকে জমা দেন কুণাল ঘোষ। গতকাল ইডির কাছে তিনি দুকোটি সাতষট্টি লাখ টাকা ফেরত দেন।দুহাজার সতের সালে এই টাকা ফেরত দিতে চেয়ে ইডির কাছে আবেদন করেছিলেন কুণাল।

আরও পড়ুনঃ কয়লা কাণ্ডে বিনয় মিশ্রর ভাইকে গ্রেফতার ইডির

সারদা সংস্থা থেকে পাওয়া বেতন ও বিজ্ঞাপন এনে দেওয়ার জন্য পাওয়া টাকা গতকাল ফেরত দিয়েছেন বলে দাবি করেন কুণাল ঘোষ।কয়েকটি বিমা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ও সাতষট্টি লাখ টাকার একটি ব্যাঙ্ক ড্রাফট জমা দেন কুণাল ঘোষ। তার আগে, তাঁকে দু’দফায় জেরা করা হয়।কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রের দাবি, তৃণমূলের মুখপাত্রকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালীদের আরও কাছাকাছি পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

ইডি-দফতরে ঢোকার সময় পূর্ণ সহযোগিতার কথা বললেও, প্রায় সাড়ে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরনোর সময়, নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াদের পাল্টা বার্তা দেন কুণাল ঘোষ।সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেবব্রত সরকার ওরফে নীতুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় সারদার বারুইপুরের এজেন্ট অরিন্দম দাসকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here