শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
গুরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে এমনিতেই অনেক তথ্য পেয়ে তার ভিত্তিতে তদন্ত করছেন সিবিআই গোয়েন্দারা। বিএসএফ কর্তাদের তলবের পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে ইসিএল কর্তৃপক্ষকেও। এবার এই দুই কাণ্ডে আর্থিক তছরুপের তদন্তে দায়িত্বভার এবার নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির ধারণা, গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে বিপুল পরিমাণ আর্থিক তছরুপ হয়েছে এবং তাতে যুক্ত সরকারি দফতরের অনেক শীর্ষ আধিকারিকরা। গরু পাচার কাণ্ডে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জেল হেফাজতে মূল অভিযুক্ত এনামুল হক।
আরও পড়ুনঃ ‘ক্ষমতা থাকলে জাতীয় সঙ্গীত বদলে দেখাক’, কোচবিহার থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতা’র
গরু পাচারের কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিবিআই। কিন্তু সমস্ত আধিকারিকদের জেরা করতে করতে সবকিছু মিলিয়ে দেখা সম্ভব নয় সিবিআই কর্তাদের। সেই কারণে দায়িত্ব নিল এবার এনফর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুনঃ হাথরাসে ভেজাল মশলা কারখানা সিল করল পুলিশ, মেশানো হত গাধার মল অ্যাসিড
ইতিমধ্যেই তারা চিঠি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে এ বিষয়ে জানতে চেয়েছে। কাদের কাদের নাম পাওয়া যাচ্ছে, তাঁদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কত টাকা লেনদেন হয়েছে- এইসব বিষয় খতিয়ে দেখা হবে বলে ইডি সূত্রের খবর।সিআইএসএফ-এর বেশ কয়েক জনের নামও পাওয়া যাচ্ছে বলে খবর। আর কারা এই কাণ্ডে জড়িত তা নিয়েও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ইডি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584