মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনায় স্ত্রস্ত পৃথিবী। স্তব্ধ জনজীবন। করোনা মহামারির বিশাল প্রভাব পড়েছে বিনোদন জগতে। লকডাউন শুরুর আগে থেকেই করোনা সংক্রমণ এড়াতে বন্ধ হয়ে গিয়েছে শুটিং। গত ১৮মার্চ থেকেই টালিগঞ্জের শাটার নামানো। টেকনিশিয়ান থেকে ভারতলক্ষ্মী সর্বত্রই এক ছবি।
মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই টালিগঞ্জের শিল্পীদের কাজ শুরু করার অনুমতি দেন তিনি। তিনি জানান, এডিটিং ও ডাবিংয়ের কাজ এখন শুরু করা যাবে। অর্থাৎ পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি পেল টালিগঞ্জ।
তবে এখনই শ্যুটিং শুরুর অনুমতি মেলেনি। এর জন্য দিন কয়েক অপেক্ষা করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এডিটিং, ডাবিংয়ের কাজ শুরু করা যাবে ঠিকই তবে সেক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584