সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে সরব মমতা, এডিটর্স গিল্ড

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাজদীপ সরদেশাই-সহ বেশ কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁদের বিরুদ্ধে প্রজাতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভ নিয়ে ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠেছে। তবে আদতে দিল্লির হিংসায় ইচ্ছাকৃত ভাবে টার্গেট করা হচ্ছে দেশের প্রথিতযশা সাংবাদিকদের। শুক্রবার এমনই অভিযোগ তুলল এডিটর্স গিল্ড।

Mamata Banerjee | newsfront.co
ছবিঃটুইটার

এডিটর্স গিল্ডের অভিযোগ, মিডিয়াকর্মীদের হেনস্তা এবং মানসিক নিগ্রহের জন্যই চেষ্টা করছে উত্তরপ্রদেশ পুলিশ। অবিলম্বে মামলা প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছে গিল্ড। রাজদীপ সরদেশাইয়ের বিরুদ্ধে এফআইআরের ঘটনায় টুইট করে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, “এটা দেখে আমি স্তম্ভিত যে মিডিয়ার একাংশ এ বিষয়ে নীরব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সোচ্চার হওয়া উচিত। সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।”

গিল্ডের দাবি, বিক্ষোভের দিন সংবাদমাধ্যমের কর্মীরা প্রত্যক্ষদর্শী এবং পুলিশ দুই পক্ষেরই বয়ান প্রকাশ করেন। তবে এই কারণে শুধুমাত্র সাংবাদিকদের আক্রমণ করা মোটেও সমীচীন নয়। প্রসঙ্গত, মোট আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ নয়া দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ

তাঁরা হলেন সাংসদ শশী থারুর, ইন্ডিয়া টুডে-র কনসাল্টিং এডিটর রাজদীপ সরদেশাই, ন্যাশনাল হেরাল্ডের গ্রুপ এডিটোরিয়াল অ্যাডভাইজর মৃণাল পাণ্ডে, এক্সিকিউটিভ এডিটর বিনোদ হোসে, ক্যারাভানের এডিটর অনন্ত নাথ, এডিটর পাবলিশার পরেশ নাথ, কাউমি আওয়াজের চিফ এডিটর জাফর আঘা এবং আরও একজন।

আরও পড়ুনঃ উত্তপ্ত সিঙ্ঘু সীমানা, লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ

অর্পিত মিশ্র নামে এক ব্যক্তির দায়ের করা এই এফআইআরে উল্লেখ রয়েছে, অভিযুক্তরা জাতীয় সুরক্ষা এবং মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন। এরা নাকি আপত্তিকর, নোংরা, ভুয়ো তথ্য এবং উস্কানিমূলক মন্তব্য ও টুইট করে কৃষক আন্দোলন নিয়ে গুজব ছড়াচ্ছেন। ট্রাক্টর উল্টে যে কৃষকের মৃত্যু হয়েছে তাঁকে নিয়ে ভুয়ো তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

পুলিশের দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্যই এমনটা করেছেন অভিযুক্তরা। প্রজাতন্ত্র দিবসের দিন গুলিতে নয় ট্রাক্টর দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই কৃষক যুবকের। এক্ষেত্রে ভুয়ো তথ্য ছড়ানোকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসাবেও উল্লেখ করা হয়েছে এফআইআরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here